কোটি টাকার বিলাসবহুল বাড়ি থেকে লাক্সারি গাড়ি, ‘সাকি গার্ল’ নোরার সম্পত্তির খতিয়ান চমকে দিচ্ছে

Advertisement

বর্তমানে তিনি বলিউডের মোস্ট জনপ্রিয় আইটেম গার্ল, কানাডিয়ান এই নৃত‍্যশিল্পীর এক ঝলক সামনে এলেই সেই গান হিট। বর্তমানে বলিউডে রাজত্ব করছেন তিনি ভারত ছাড়িয়ে আর পরিচিতি ছড়িয়ে গেছে আন্তর্জাতিক মহলেও কিন্তু পথ এতটাও মসৃণ ছিলনা। স্বপ্ন প্রতিটি পদে পদে লড়াই চালিয়ে গিয়েছেন। যে স্টার এখন জনপ্রিয়তার শীর্ষে সেই স্টার একসময় রিটেইল শপে রাত দিন করে রোজগার করতেন।

Advertisements

বলা হচ্ছে নোরা ফাতেহির কথা যিনি হাতে পাঁচ হাজার নিয়ে ভারতে পা দিয়েছিলেন। ক‍্যারিয়ার শুরুর কঠিন দিনগুলিতে লড়াই করেছেন আর বর্তমানে সেই নোরার বিলাসবহুল জীবনযাত্রা দেখলে অবাক হতে হয়। বলিউডের ছবিতে মাত্র কয়েক মিনিট নাচে তিনি মুখ দেখিয়ে তিনি উপার্জন করেন কোটি কোটি টাকা। এমনকি তার এমন দামী ব‍্যাগ রয়েছে যে মূল‍্যে বিদেশ ভ্রমণ সম্ভব।

Advertisements

৫০০০ টাকা দিয়ে ভারতে আসা নোরা মাত্র কয়েক বছরের মধ্যেই মুম্বাই শহরে গড়ে নিয়েছেন নিজের অট্টালিকা। একসময় হোটেলে ওয়েট্রেস হিসেবেও কাজ করেছিলেন তিনি সেই সময় গ্রাহকদের কাছ থেকে অনেক অপমান সহ্য করেছেন তবে বর্তমানে অপমানকে শক্তি বানিয়ে নিজেকে তিল তিল করে গড়ে নিয়েছেন। নিজের উপার্জনের টাকা থেকেই কিনেছেন বিলাসবহুল বাড়ি সেই বাড়িকে নিজের মনের মতো করে সাজাতে আরো 10 কোটি টাকা খরচ করেছেন।

এছাড়াও তার কাছে রয়েছে একটি বিলাসবহুল ভ্যানিটি ভ‍্যান। যার দাম প্রায় পাচ কোটি টাকা। আর তার সব থেকে বড় দুর্বলতা তার হ্যান্ড ব্যাগ এর উপর তাই তার কাছে রয়েছে বিশ্বের বেশ কিছু দামী হ্যান্ডব‍্যাগের সম্ভার। মাঝে মাঝেই তার হাতে ৭ লাখ টাকা দামের হারমে বার্কিনস, লুই ভিতো ব্যাগ দেখা যায় যে মূল‍্যে বিদেশ ঘোরাও সম্ভব।

Related Articles