লন্ডনে বিলাসবহুল বাড়ি থেকে লাক্সারি ল্যাম্বারগিনি গাড়ি, ক্যাটরিনার মোট সম্পত্তির পরিমান শুনলে লজ্জা পাবে স্বয়ং ধনকুবেরাও

Advertisement

বছর 38 এ পা দিলেন বলিপাড়ার ক্যাটসুন্দরী! তবে এই বছরের জন্মদিনটা বেশ আলাদা তার জন্য। বিবাহ পরবর্তী প্রথম জন্মদিনে হাবি ভিকি কৌশলকে নিয়ে অভিনেত্রী ছুটি কাটাতে উড়ে গিয়েছেন মালদ্বীপ। শেষবারের মত বলি পরিচালক করণ জোহারের পার্টিতে সাদা পোশাক পরিহিতা ক্যাটরিনাকে দেখা গিয়েছিল গ্র্যান্ড এন্ট্রি নিতে।তারপর আর বেশ কিছুদিন পাপরাৎজিদের মুখোমুখি হননি তিনি। ফলত দর্শকমহলে দানা বাঁধছে নানান জল্পনা! তবে কি আলিয়া ভাট এর মত খুব শীঘ্রই প্রেগনেন্সির খবর দেবেন ক্যাট?

Advertisements

যদিও এই প্রশ্নের উত্তর দেবে সময়! তবে আপনি কি জানেন বলিউডের অন্যতম জনপ্রিয় এই লেডি সুপারস্টারের মোট সম্পত্তির পরিমাণ কত? আজ তার জন্মদিন উপলক্ষে বিশেষ প্রতিবেদনে আমরা তাদের অনুরাগীদের কাছে তুলে ধরতে চলেছি বলিউডের অ্যাকশন লেডি’র বিপুল পরিমাণ সম্পত্তির কিছু খুঁটিনাটি। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের মোট মিলিত সম্পত্তির পরিমাণ আড়াইশো কোটি টাকা।

Advertisements

বিবাহ পূর্ববর্তী সময়ে বোন ইজাবেলের সাথে মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্ট মৌর্য ডুপ্লেতে বসবাস করতেন ক্যাটরিনা। এছাড়াও লন্ডনের হ্যাম্পস্টেডে 7.2 কোটি মূল্যের একটি বিলাসবহুল বাংলো রয়েছে নায়িকার। এছাড়াও অভিনেত্রীর মালিকানাধীনে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। যার মধ্যে 2.37 কোটি টাকা মূল্যের রেঞ্জ রোভার,50 লাখ টাকা মূল্যের মারসিডিস এমএল এবং 80 লাখ টাকা মূল্যের আইকিউ সেভেন রয়েছে তার।

শুধু তাই নয় একজন দুর্দান্ত অভিনেত্রী হওয়ার পাশাপাশি সফল বিজনেস ওম্যানও তিনি। এমনকি পেয়েছেন বছরের সেরা উদ্যোগপতির পুরস্কার। এছাড়াও নায়িকার পার্সোনাল 4.5কোটির একটি বোহ থিমের নিজস্ব ভ্যানিটি রয়েছে। সবমিলিয়ে সারাদেশ তথা বিশ্বের অন্যতম ধনকুবের অভিনেত্রীদের মধ্যে ক্যাটরিনা অন্যতম।

Related Articles