বিনোদনভাইরাল ভিডিও

‘I Love You’, বেডসীনে ভরপুর উল্লুর নতুন ওয়েব সিরিজ, একা দেখুন ঘরের দরজা দিয়ে

বর্তমানে ধারাবাহিক সিনেমার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওয়েব সিরিজের জনপ্রিয়তা। বিশেষত করোনাকালীন সময় থেকেই এই ওটিটি প্ল্যাটফর্ম গুলির ওপর ঝুঁকেছে নেটিজেনরা। ফলে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ গুলি আধিপত্য জমাচ্ছে বিনোদন জগতে। আর এই সেগমেন্টের সবথেকে বেশি জনপ্রিয় অ্যাডাল্ট ওয়েব সিরিজ গুলি।

যৌনতাই ভরা এই ওয়েব সিরিজ গুলি দেখতে ভিড় জমান লক্ষ লক্ষ দর্শকরা। এক একটি ওয়েব সিরিজ এ তো লজ্জার সমস্ত সীমায় লংঘন করা হয়। সম্প্রতি সামনে এসেছে এমনই উষ্ণতায় ভরপুর এক ওয়েব সিরিজ যা এই মুহূর্তে ভীষণ জনপ্রিয়তা পাচ্ছে। এডাল্ট ওটিটি প্ল্যাটফর্মের রাজা “উল্লুতে” রিলিজ হয়েছে সিরিজটি। এই সিরিজটির নাম “আই লাভ ইউ”।

এই সিরিজের গল্পটি শুরু হচ্ছে এক প্রেমিক প্রেমিকার কাহিনী দিয়ে। তাদের মধ্যে ভালোবাসা থাকলেও পরবর্তীতে দেখা যায় তাদের মধ্যে চলে আসে আর এক নারী। সম্পর্কে তৃতীয় ব্যক্তিকে কেন্দ্র করেই এগোতে থাকে গল্প। স্বাভাবিকভাবেই যৌনসীনে পরিপূর্ণ এই সিরিজটি। রয়েছে ভরপুর বেডসীন আর তার সাথে সিরিজে তারকাদের কামুকতায় ভরা অভিনয়, বেডসীনে দুরন্ত অভিব‍্যক্তি আপনার বুকের ধুকপুকানি বাড়িয়ে দেবে।

গত ৩ জানুয়ারি রিলিজ করেছে সিরিজটি, তাই চাইলেই উল্লু ওয়েবসাইটে গিয়ে নতুন সিরিজটি উপভোগ করতে পারেন। তবে হ্যাঁ এই সিরিজ ভুল করেও পরিবারের সঙ্গে দেখবেন না বাড়িতে একান্তে ঘরে দরজা বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে দেখতে হবে। কারণ প্রতিটি সীনে রয়েছে অন্তরঙ্গতা।