TRP List: শারদীয়ায় মিঠাইয়ের সিন শেষ! বাংলা কাঁপাচ্ছে খড়ি না ফুলঝুরি? দেখুন TRP লিস্ট

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মানেই চ্যানেলে চ্যানেলে হাড্ডাহাড্ডি লড়াই! কোন ধারাবাহিক এই সপ্তাহে ছিনিয়ে নিল সেরার শিরোপা? সেই তথ্য জানার জন্য মুখিয়ে থাকেন আপামর বাংলা ধারাবাহিকের দর্শকেরা আর বিগত সপ্তাহের ধারা কিছুটা বজায় থাকলেও চলতি সপ্তাহে পূর্বের বেঙ্গল টপারকে সরিয়ে সেরার শিরোপা নিজের মাথায় অধিষ্ঠিত করল “গাঁটছড়া”! “ধুলোকনা”র টিআরপি পূর্ববর্তী সপ্তাহ থেকে কমে বর্তমানে দ্বিতীয় স্থানে নেমে এলো সে।

অন্যদিকে গত সপ্তাহের ধারা বজায় রেখে চলতি সপ্তাহেও প্রথম পাঁচে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে মিঠাই। পাশাপাশি বিগত কয়েক সপ্তাহের স্লট লিডার “সাহেবের চিঠি”কে সরিয়ে চলতি সপ্তাহে স্টার জলসার “নবাব নন্দিনী” স্লট জিতে নিয়েছেম অন্যদিকে জি বাংলার “গৌরী এলো” দখল করেছে এই সপ্তাহের স্লট। সদ্য শুরু হওয়া ধারাবাহিকদের মধ্যে “জগদ্ধাত্রী” সপ্তাহখানেকের মধ্যেই প্রথম পাঁচের মধ্যে নিজের জায়গা দখল করেছে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের প্রথম দেশের তালিকা

1)প্রথম-গাঁটছড়া 8.1
2)দ্বিতীয়-ধূলোকণা 8.0
3)তৃতীয়-গৌরী এলো 7.7
4)চতুর্থ-আলতা ফড়িং 7.2
5)পঞ্চম-জগদ্ধাত্রী 7.0
6)ষষ্ঠ-মিঠাই 6.7,লক্ষ্মী কাকিমা সুপারস্টার 6.7 7)সপ্তম-মাধবীলতা 6.5
8)অষ্টম-খেলনা বাড়ি 6.2
9)নবম-অনুরাগের ছোঁয়া 6.1
10)দশম-সাহেবের চিঠি 5.9

এক নজরে নন-ফিকশন শো এর টিআরপি তালিকা

1)সারেগামাপা 5.6
2)দিদি নাম্বার ওয়ান (রবিবার বিশেষ পর্ব) 5.2
3)ডান্স ডান্স জুনিয়র 4.0
4)রান্নাঘর 1.2