বিনোদন

TRP List: মিঠাইয়ের পর করুণ অবস্থা গাঁটছড়ারও! এই সপ্তাহের বেঙ্গল টপার কে? দেখে নিন TRP লিস্ট

প্রাইম টাইমে স্লট হারানোর পর এইবার টিআরপি রেটিং লিস্টে ফের অধঃপতন হলো মিঠাইয়ের! যেভাবে দিনকেদিন টিআরপির পতন হচ্ছে তাতে “সিডাই” জুটি আর মাসখানেকের মধ্যেই বিদায় নেবে ধারাবাহিকের পর্দা থেকে। অন্যদিকে স্টার জলসার অন্যতম মেগা “গাঁটছড়া”ও হাঁটছে মিঠাইয়ের দিকেই। গল্পের নতুন মোড় না আসলে টিআরপি লিস্টে চার নম্বরে থাকা এই মেগা হারাতে পারে প্রাইম টাইম স্লট!

তবে গত সপ্তাহের থেকে এই সপ্তাহের নম্বর বেড়েছে “জগদ্ধাত্রী”র। 7.0 থেকে 7.2 রেটিং এ উঠে এসেছে নতুন শুরু হওয়া এই ধারাবাহিক। পাশাপাশি ঘোমটা কালীর আশীর্বাদ ঈশান-গৌরীর ওপর থাকায় এবারও বাংলার সেরা “গৌরী এলো”। অন্যদিকে নাটক ভালই জমে উঠেছে “অনুরাগের ছোঁয়া”য়। ফলতঃ আট নম্বর থেকে সোজাসুজি পাঁচ নম্বরে উঠে এসেছে সে। পাশাপাশি নম্বর বেড়েছে আলতা ফড়িংয়ের।

অন্যদিকে 4.8 টিআরপি রেটিং নিয়ে শেষ হতে চলা ধারাবাহিক “পিলু” রীতিমতো ধুঁকছে। পাশাপাশি পরকীয়া দেখিয়েও 3.8 রেটিং পয়েন্ট নিয়ে খুশি থাকতে হয়েছে “গুড্ডি”কে। যথাক্রমে 4.5 এবং 3.6 রেটিং নিয়ে “লালকুঠি” আর “বোধিসত্ত্বের বোধবুদ্ধি”র টিআরপি রেটিং ক্রমাগত নিম্নগামী।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক সেরা দশের তালিকা

1)গৌরী এলো-7.8 (প্রথম)
2)ধূলোকণা-7.6 (দ্বিতীয়)
3)জগদ্ধাত্রী-7.3 (তৃতীয়)
4)গাঁটছড়া- 7.2 (চতুর্থ)
5)অনুরাগের ছোঁয়া-7.0(পঞ্চম)
6)আলতা ফড়িং-6.9 (ষষ্ঠ)
7)মাধবীলতা-6.7 (সপ্তম)
8)মিঠাই-6.6 (অষ্টম)
9)লক্ষ্মী কাকিমা সুপারস্টার- 6.3 (নবম)
10)খেলনাবাড়ী-6.2 (দশম)