নজরকারা সৌন্দর্যের মতই শিক্ষাগত যোগ্যতা, ‘বিশ্বসুন্দরী’ ঐশ্বর্যের পড়াশোনা জানলে ভিরমি খাবেন

প্রথমদিকে তিনি মেডিসিন নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন, তবে শেষমেশ হয়ে ওঠেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী! কিন্তু পড়াশোনার প্রতি তুমুল আগ্রহ রয়েছে তার। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন কোন অভিনেত্রীর সম্পর্কে কথা বলা হচ্ছে ? আসলে আজ আমরা কথা বলছি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তথা প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য্য রাই বচ্চনের সম্পর্কে।
শিক্ষা এমনই একটা জিনিস যা সমাজের ভিত তৈরি করে। যে কোনো পেশার ক্ষেত্রেই নূন্যতম শিক্ষাটুকু প্রয়োজন মানুষের। তাইতো সমাজে প্রতিষ্ঠিত মানুষদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকেরই কৌতূহল থাকে। এর পাশাপাশি বলিউড তারকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন থেকে যায় মানুষের মনে। আজ আমরা সেরকমই অভিনেত্রী ঐশ্বর্য্য রাইয়ের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানবো।
১৯৭৩ সালের ১লা নভেম্বর কর্নাটকের একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ঐশ্বর্য্য। বিদ্যালয়ের শিক্ষা শেষ করার পর তিনি উচ্চশিক্ষার জন্য এসেছিলেন মুম্বাই। সেখানে এসে তিনি ‘জয় হিন্দ কলেজ’এ পড়াশোনা শুরু করেন। হয়তো অনেকেই জানেন না এই অভিনেত্রী পড়াশোনায় ভীষণই ভালো ছিলেন। এই কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর তিনি মুম্বাইয়ের ‘ডি জি রূপারেল কলেজ অফ আর্টস, সায়েন্স অ্যান্ড কর্মাস’এ ভর্তি হন।
সেখানে পাঠরত অবস্থায় মডেলিং ও সিনেমার দুনিয়ায় কেরিয়ার তৈরি করেন অভিনেত্রী। ফলস্বরূপ তাকে কলেজ ছাড়তে হয়েছিল। তার পছন্দের বিষয় ছিলো প্রাণীবিদ্যা, তাইতো মেডিসিন নিয়ে পড়তে চেয়েছিলেন তিনি। তবে শেষমেশ তা আর সম্ভব হয়নি। বলিউডেই নিজের পরিচয় তৈরি করেন তিনি। শেষবার তাকে দেখা গিয়েছে ‘পোন্নিয়ান সেলভান’ নামক দক্ষিণী সিনেমায়। খুব শীঘ্রই এই সিনেমার দ্বিতীয় ভাগেও তাকে দেখা যাবে।