Advertisements

মুক্তি পেল জুনিয়র নেহা কক্করের নতুন বাংলা গানের ভিডিও, নেটদুনিয়ায় শুভেচ্ছার ঝড়

Advertisements

চাঁদমনি নামের সাথে এতক্ষণে নিশ্চয়ই পরিচয় হয়ে গেছে? বিশেষত নেটজনগণ এই নামটির সাথে বেশ পরিচিত। মাত্র কয়েক মাসের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বারবার শিরোনামে উঠে এসেছে তার নাম। হুগলি জেলার ইটচুনা গ্রামের আদিবাসী পরিবারের মেয়ে চাঁদমনি হেমব্রম।

স্বপ্নপূরণের পথে তার একমাত্র প্রতিবন্ধকতা ছিল অনটন। বাবাকে হারিয়ে মায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হতো তাকে। কিন্তু তার ফাঁকে নিজের প্রতিভাকে হারিয়ে যেতে দেননি। প্রথাগত কোনো তালিম ছাড়াই কেবল ভালোবেসে গান করে গেছেন। আর তারপর একদিন সোশ্যাল মিডিয়ায় তার গান ক্যামেরাবন্দি করে পোস্ট করেন তারই এক শিক্ষক। তারপর আর কি এমন ঈশ্বরপ্রদত্ত কন্ঠ পৌঁছে যায় সকলের কানে।

তার গান ও প্রতিভা এতটাই মুগ্ধ করেছে যে বর্তমানে বলিউডেও পা রেখে ফেলেছেন তিনি। একের পর এক হিট গান গাওয়ার সুযোগ পেয়েছেন। দর্শকদের উপহার দিয়েছেন তার অসাধারন কন্ঠসুরের গাওয়া গান। একের পর এক শিল্পীদেরও সঙ্গে গান গেয়েছেন তিনি। এই বছর পুজোতে একটি নতুন গানের এলবামও বের করে ফেলেছেন। এখন খালি স্বপ্ন ছোঁয়ার পালা।

সম্প্রতি তার আরো একটি গান আসতে চলেছে “ভালোবাসি যে তোমায়।” ইতিমধ্যে গানটির ট্রেইলার লঞ্চ করা হয়েছে সেন্টু দার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। আর প্রথম দর্শনেই তা সাড়া ফেলে দিয়েছে।

চাঁদ মনির গান নিয়ে আর নতুন করে কিছু বলার নেই তার সুর, গানের গভীরতা বারবার অবাক করে দেয় আমাদের। এবারেও তার অন্যথা হয়নি।

Related Articles