Bonny Sengupta: ‘পিছনে ED দাঁড়িয়ে!’ নববর্ষে বান্ধবীর সঙ্গে রোমান্টিক ছবি পোস্ট করতেই কটাক্ষের শিকার ‘লিডিং মোস্ট হিরো’

Advertisement

Bonny Sengupta: নববর্ষের যুগল ছবি পোস্ট করতেই কটাক্ষের সম্মুখীন বনি-কৌশানী। টলি ইন্ডাস্ট্রি জগতের কাপল তালিকার অন্যতম জুটি হলেন বনি-কৌশানী (Bonny-Koushani)। যাঁদেরকে সবসময়ই একে অপরের ছায়া সঙ্গী হিসেবে দেখা যায়। তবে সম্প্রতি নববর্ষ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন এই তারকা জুটি। আর সেই ছবির সূত্র ধরেই কটাক্ষের সম্মুখীন হয়েছেন বনি-কৌশানী জুটি।

Advertisements

বলা যায় তারকা মহলের সব খবরই প্রায় নখোদর্পনে থাকে নেটজনতার। তারা কি খাচ্ছে, পড়ছে, কোথায় যাচ্ছে সবকিছুই জানতে আগ্রহী থাকে নেট নাগরিক। ফলে বলা যায় তারকাদের হাঁড়ির খবর জানার জন্য নেটদুনিয়ায় প্রায় মুখিয়ে থাকেন নেট নাগরিকরা। আর তারকাদের কোনো খবর পেলেই তা নিয়ে জোর চর্চা চলে নেটদুনিয়ায়। সেরকমই চর্চার মধ্য গগনে উঠে এলেন বনি-কৌশানী (Bonny-Koushani) জুটি।

Advertisements

প্রসঙ্গত, কয়েকদিন আগেই নিয়োগ দুর্নীতিতে নাম উঠেছিল বনি-কৌশানীর। ইডি তরফে তলব করা হয়েছিল বনিকে। জানা গিয়েছিল নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ (Kuntal Ghosh)-এর সাথে যোগাযোগ ছিল বনির। এমনকি তার থেকে ৪০ লক্ষ টাকাও নিয়েছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। যা নিয়োগ দুর্নীতির টাকা বলে জানা গিয়েছিল।তবে পরবর্তীতে অভিনেতা জানান যে তিনি জানতেন না এটা নিয়োগ দুর্নীতির টাকা। তবে পরবর্তীতে নিজেই টাকা ফেরত দিয়ে দেন বনি (Bonny)।

তবে এই বিপদে সবসময়ই বনির ছায়াসঙ্গী হিসেবে দেখা গিয়েছে কৌশানিকে। তবে সাম্প্রতিক নতুন বছরে যুগলের ছবি পোস্ট করতেই ট্রোল হতে হলো এই জুটিকে।সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। যে ছবিতে বনি-কৌশানীকে একে অপরকে জড়িয়ে পাউট করে পোজ দিতে দেখা গিয়েছে। তো কোনো ছবিতে লাঞ্চ টেবিলে বসে থাকতে দেখা গিয়েছে। আর এই ছবি নেটদুনিয়ায় পোস্ট হতেই কটাক্ষের শিকার হন বনি-কৌশানী (Bonny-Koushani)। কেউ কেউ লেখেন, পিছনে ইডি-সিবিআই নেই তো? আবার কেউ কেউ লিডিং হিরো বলে আক্রমণ করেন বনিকে।

Related Articles