‘আমার আর্থিক ক্ষতি হল’, বিতর্কের মাঝেই মন্তব্য ‘লিডিং মোস্ট অ্যাক্টর’ বনির

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta) অভিনীত ছবি ‘আর্চির গ্যালারি’। তবে বর্তমানে অভিনেতা রাজ্য জুড়ে বেশ চর্চায় রয়েছেন এ কথা সকলেরই জানা। দুর্নীতি কান্ডে নাম জড়িয়েছে তার। আর এরই মাঝে অভিনেতার একটি সাক্ষাৎকার ভাইরাল হল সমাজ মাধ্যমে। অভিনেতার ছবির প্রিমিয়ারের দিন তাকে ইডির তরফে তলব করা হয়। এদিকে তার ছবিও সাফল্যের মুখ দেখল না। ইডির নোটিশ আসার পর জানা যায়, টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত নিয়োগ দুর্নীতির টাকায় গাড়ি কেনেন। এই বিষয়ে অভিনেতার বক্তব্য, বাংলা বিনোদন জগতে কাজে যোগ দেওয়ার পর চুক্তি ছাড়া তিনি কাজ করেছেন।
তবে এবার থেকে যা কাজ করবেন সবকিছুই চুক্তি করে করবেন বলে জানান অভিনেতা। এছাড়া নামী প্রযোজক ছাড়া নতুন কারোর সঙ্গে কাজ করলেও ভালোভাবে খোঁজখবর নিয়ে তবে কাজ করবেন বলে জানান। ইতিমধ্যে অভিনেতাকে দুইবার ডেকে পাঠিয়েছে ইডি। তাকে কি আবার ডাকা হতে পারে! এই বিষয়ে অভিনেতার বক্তব্য, তিনি যা টাকা নিয়েছেন সবই ফেরত দিয়ে দিয়েছেন। ইডি কি করবে তা তিনি জানেন না। তিনি দুর্নীতির সঙ্গে কোনোরকমভাবে জড়িত থাকতে চান না বলেও জানান। এর পাশাপাশি তিনি নেটিজেনদের কথাকে উদ্দেশ্য করে জানান, যারা প্রশ্ন করেছিলেন বনির পারিশ্রমিক এত নয় তাদের কাছে অভিনেতার প্রশ্ন তবে তিনি এতগুলো টাকা দিলেন কীভাবে।
তার কথায় “সেগুলি আমার উপার্জনের টাকা। কোনো কালো টাকা নয়, সাদা টাকা ফেরত দিয়েছি আমি”। এখন তাকে ‘লিডিং মোস্ট অ্যাক্টর’ হিসেবে ট্রোল করা হলে এর উত্তরে তিনি বলেন, ” বাংলা ছবিতে অভিনয় করা তারকাদের ছোটো করে দেখার চল হয়েছে। তারা বড় অঙ্কের টাকা উপার্জন করতে পারেন না বলে মনে করেন অনেকে। একজন তো বললেন, একটি গাড়ির যা দাম তাতে নাকি একটি ছবি হয়ে যাবে। কীভাবে একটি বাংলা ছবি ৪০ লক্ষ টাকায় হতে পারে তা আমি জানি না।
ইন্ডাস্ট্রির ততদিন কোনো উন্নতি হবে না যতদিন বাংলা ছবিকে ছোটো করে দেখা হবে”।কোনো আতঙ্ক কি তাকে তাড়া করে বেড়াচ্ছে? অভিনেতার কথায়, “ভয় নয়, নার্ভাস ছিলাম। আমি কোনো অন্যায় করিনি। ভুল করেছি। এরপর কৌশানি, বাবা, মা সকলের সঙ্গে কথা বলে কীভাবে এই সমস্যা থেকে বের হবো তা নিয়ে আলোচনা করেছি। আমার নাম যাতে খারাপ না হয় তার জন্য এটার দরকার ছিল।
আমার আর্থিক ক্ষতি হল”। এই ঘটনাটি তার অভিনয় জীবনে কতটা প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন! এর উত্তরে তিনি জানান, টলিউডের সকলেই তার পাশে আছেন। বাকি ৩০ শতাংশের কথা তিনি ভাবছেন না। যারা বলেন বনি অভিনয় পারে না, বড় বড় কথা বলে তাদের চিনে রাখলাম। আমার মাথা ঠান্ডা এবং ধৈর্য্য অনেক তাই আজ আমি এই জায়গায় এসেছি। আগামী ২৬শে মার্চ একটি ছবির কাজ শুরু হতে চলেছে। তবে সেই শ্যুটিং-এর কাজ ৭ দিন পিছিয়েছি”।