‘ED-র ভয় আকাশে উড়ে যাচ্ছে টলিউডের ‘লিডিং মোস্ট হিরো’!

Advertisement

কুন্তল ঘোষের টাকায় আকাশে উড়ে বেড়াচ্ছেন টলিউডের ‘লিডিং মোস্ট হিরো’ বনি সেনগুপ্ত! এমনই কটাক্ষ করা হলো তার একটি ভিডিও দেখার পর। আসলে বর্তমান সময়ে সমালোচনার শীর্ষে রয়েছেন বনি সেনগুপ্ত। এর আগে তিনি যতটা না জনপ্রিয় ছিলেন সম্প্রতি ততটাই জনপ্রিয় হয়ে উঠেছেন ইডির দৌলতে। নেপথ্যে রয়েছে তার পারিশ্রমিক হিসেবে নেওয়া ৪৪ লক্ষ টাকা।

Advertisements

এমনকি এই বিষয়ে সাফাই দিতে গিয়ে তিনি বলেছেন তিনি টলিউডের ‘লিডিং মোস্ট হিরো’, তাই এই টাকা তার পারিশ্রমিক। যা শোনার পর রীতিমতো হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। কারণ, এতোদিন পর্যন্ত যে অভিনেতার নাম সম্পর্কেও অনেকে জানতেন না, তিনি লিডিং মোস্ট হিরো হলেন কীভাবে? সবমিলিয়ে তুমুল ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন তিনি। এরই মাঝে আবার তিনি পোস্ট করেছেন একটি ভিডিও।

Advertisements

যা দেখার পর ট্রোলিংয়ের পরিমাণ কমার পরিবর্তে দ্বিগুণ বেড়ে গিয়েছে। আসলে ভিডিওটিতে দেখা যাচ্ছে দুবাইতে গিয়ে তিনি অ্যাডভেঞ্চারে মেতে উঠেছিলেন। একটি বহুতল বিল্ডিংয়ের ছাদ থেকে জিপ লাইনের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দুবাই এমন একটি শহর যেখানে বন্য স্বপ্নেরাও সত্যি হয়।’

যদিও ভিডিওটি এখনকার নয়, পুরনো। তবে সেটি আরো একবার পোস্ট করেছেন তিনি। যা দেখার পর বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ যেমন লিখেছেন, ‘ইডির ভয়ে উড়ে যাচ্ছো।’ আবার কেউ লিখেছেন, ‘আকাশে উড়ছেন টলিউডের লিডিং মোস্ট অভিনেতা।’ এখানেই শেষ নয় কেউ আবার লিখেছেন, ‘এটাও কি কুন্তল ঘোষের টাকাতেই?’ সবমিলিয়ে আরো একবার সমালোচনায় অভিনেতা।

Related Articles