‘লিডিং মোস্ট হিরো’র বিয়ের ডেট ফাঁস! খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বনি-কৌশানি

অবশেষে প্রকাশ্যে এলো বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখার্জির বিয়ের তারিখ। যা ফাঁস করেছেন অভিনেত্রীর বাবা স্বয়ং। টলিউড ইন্ডাস্ট্রিতে এই জুটিকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ আট বছর ধরে সম্পর্কে আবদ্ধ রয়েছেন তারা। সম্পর্কে একাধিকবার চড়াই-উতরাই আসলেও একে অপরের হাত ছাড়েননি কোনোদিন বরং পাশে থেকেছেন সবসময়।
যদিও একাধিকবার তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল, তবে বারবার তারা প্রমাণ করে দিয়েছেন একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছেন এই জুটি। অন্যদিকে তাদের লিভ-ইন করার কথা প্রকাশ্যে এলে সকলেই প্রশ্ন করছিলেন কবে বিয়ে করবেন এই জুটি? অবশেষে তারই উত্তর মিললো। আসলে সম্প্রতি কৌশানির জন্মদিন উপলক্ষ্যে দুই পরিবার একত্রিত হয়েছিলেন।
সেখানেই তাদের বিয়ের ব্যাপারে প্রশ্ন ওঠে। যার উত্তরে অভিনেত্রীর বাবা বলে ওঠেন আগামী বছর অর্থাৎ ২০২৪ সালেই গাঁটছড়া বাঁধবেন এই জুটি। যা শোনার পর অস্বস্তিতে পড়ে যান অভিনেত্রী। তবে কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে। যদিও আগামী সালের কোন তারিখে তারা বিয়ে করবেন তা জানার জন্য আপাতত অপেক্ষা করতে হবে অনুরাগীদের।
উল্লেখযোগ্য, বিখ্যাত অভিনেতা তথা পরিচালক সুখেন দাসের নাতি হলেন বনি। এছাড়া তার মা’ও অভিনয় করতেন একসময়। তার বাবা ইন্ডাস্ট্রির নামী পরিচালক। যদিও কৌশানির কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই। রাজ চক্রবর্তীর ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে একে অপরের সাথে পরিচয়। এবার সারাজীবনের জন্য এক হয়ে যাওয়ার অপেক্ষা।