সৌরভ গাঙ্গুলির প্রেমে প্রত্যাখ্যান পেয়ে জীবনে আজও বিয়ে করেননি বলিউডের এই সুন্দরী অভিনেত্রী, চিনে নিন তাঁকে

Advertisement

বলিউড আর ভারতীয় ক্রিকেট- একে-অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত! যুগ যুগ ধরে ভারতীয় ক্রিকেটারদের বলিউড অভিনেত্রীদের পরে হাবুডুবু খেতে দেখা গিয়েছে। একাধিক ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীয়েরা হলেন বলিউডের স্বনামধন্য অভিনেত্রী। তবে সম্পূর্ণ ঘটনায় ঠিক যেন বিপরীত স্রোত বয়ে গিয়েছিল আমাদের সকলের প্রিয় মহারাজের জীবনে। 90 দশকের বিখ্যাত অভিনেত্রী সৌরভের প্রেমে হাবুডুবু খেলেও তার এই প্রেম প্রত্যাখ্যান করেছিলেন আমাদের দাদা।

Advertisements

ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি নব্বইয়ের দশকে যখন নিজের ক্যারিয়ারের গোল্ডেন পিরিওড এর মধ্যে দিয়ে যাচ্ছিলেন,ঠিক সেইসময় জনপ্রিয় বলিউড অভিনেত্রী নাগমা মিরাজকার সৌরভের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন। দাদার প্রেমে তিনি এতটাই নিমগ্ন হয়ে গিয়েছিলেন তিনি, যে তার এই একমুখী প্রেমকাহিনী অসম্পূর্ণ থেকে যায় এবং শেষমেশ তিনি অন্য কোন পুরুষের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন নি। তবে সৌরভের প্রতি তার ভালোবাসার এই খবর প্রকাশ্যে এসেছিল সৌরভ গঙ্গুলির বিবাহ-উত্তর সময়ে।

Advertisements

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তার এই অসম্পূর্ণ প্রেমকাহিনী নিয়ে একবার স্বীকারোক্তির বয়ান দিয়েছিলেন অভিনেত্রী,”যখন দুটি জিনিসকে একসাথে চাওয়া হয় তখন একটিকে হারাতেই হয়। কেরিয়ার নিয়ে যখন নিমগ্ন হয়ে পড়েছিলাম,তখনই ব্রেকআপের সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। সর্বদা প্রিয় মানুষটিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।” তবে অভিনেত্রীর সাথে প্রেমের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে কখনোই সৌরভকে মুখ খুলতে দেখা যায়নি।

1990 সালে মাত্র 16 বছর বয়সে সালমান খানের বিপরীতে “বাঘি” সিনেমায় অভিনয়ের মাধ্যমে হিন্দি বিনোদন জগতে পা রেখেছিলেন নাগমা। এরপর অক্ষয় কুমারের সাথে “সুহাগ” ছবিতে তাদের কেমিস্ট্রি দুর্দান্ত জনপ্রিয়তা অর্জন করেছিল সেই সময়। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি,সারা দশকজুড়ে একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দেওয়ার মাধ্যমে সেই সময়ের প্রথম সারির একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন নাগমা মিরাজকর!

Related Articles