প্রকাশ্যে অভিষেকের উপর চোটে লাল ঐশ্বর্য! চুপচাপ বৌয়ের শাসন হজম করলেন জুনিয়র বচ্চন

Bollywood: দীর্ঘদিন ধরেই সংসার করছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য রাই বচ্চন (Aiswarya Rai Bachchan)। তবে এবার তাদের মধ্যে শোনা যাচ্ছে বিচ্ছেদের কালো মেঘ জমা হয়েছে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ঐশ্বর্য ও অভিষেকের পথ নাকি আলাদা হতে চলেছে। সম্প্রতি মুম্বাইয়ের বুকে অনুষ্ঠিত হয়েছে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের অনুষ্ঠান। সেখানে ঐশ্বর্য ও আরাধ্যাকে দেখা গেলেও দেখা যায়নি অভিষেককে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। আর সেই ভিডিওটিই যেনো এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। অভিষেকের টিম জয়পুর পিঙ্ক পান্থারের কবাডি ম্যাচ খেলার সময়ের ভিডিও এটি। সেখানে দেখা গিয়েছে ঐশ্বর্য, অভিষেক, নভ্যা নভেলি নন্দা, আরাধ্যাকে। ভিডিওতে দেখা গিয়েছে, অভিষেক কিছু বলছেন এবং তাকে বেশ রাগতভাবেই উত্তর দিচ্ছেন ঐশ্বর্য।
তিনি অদ্ভুতভাবে হাত ছুঁড়ছেন। এমনকি ঐশ্বর্যের সঙ্গে নভ্যা কথা বলতে গেলেও তার সঙ্গে রাগ দেখাচ্ছিলেন ঐশ্বর্য। এই বিষয়টি একেবারেই ভালোভাবে নেয়নি নেট দুনিয়ার মানুষ। তবে অনেকে বলছেন, ঐশ্বর্য জোরে কথা বলছিলেন তার কারণ আওয়াজের মাঝেও যাতে তার কথা সকলে শুনতে পায়।তবে গুঞ্জনও কম হচ্ছে না চারিদিকে। তারই মাঝে এই ভিডিও যেনো ঘিয়ে আগুন পড়ার মতন।