নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

Big News- করোনায় আক্রান্ত হলেন বলিউডের বিখ্যাত গায়িকা!

হলিউডের বেশকিছু তারকা আগেই আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এবার করোনাভাইরাস থাবা বসালো বলিউডেও। জনপ্রিয় বেবি ডল গান এর গায়িকা কনিকা কাপুর টুইট করে জানিয়েছেন যে করোনাভাইরাস পরীক্ষার ফল পজেটিভ এসছে তার। কাজের সূত্রে লন্ডনে গেছিলেন তিনি দিন দশেক আগে । সেখান

Published By: Sangbad Safar Desk | Updated:

হলিউডের বেশকিছু তারকা আগেই আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এবার করোনাভাইরাস থাবা বসালো বলিউডেও। জনপ্রিয় বেবি ডল গান এর গায়িকা কনিকা কাপুর টুইট করে জানিয়েছেন যে করোনাভাইরাস পরীক্ষার ফল পজেটিভ এসছে তার। কাজের সূত্রে লন্ডনে গেছিলেন তিনি দিন দশেক আগে । সেখান থেকে ফিরে আসার কিছুদিন পর তার শরীরের জ্বরের লক্ষণ দেখা যায় তারপর পরীক্ষা করিয়ে দেখা গেছে যে তিনি কোরনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন।
0তাই বর্তমানে পরিবারসহ তিনি কোয়ারান্টিনে আছে বর্তমানে চিকিৎসকের নির্দেশমতো চলছেন। তার বক্তব্য ফেরার সময় রীতিনীতি মেনেই 10 দিন আগে বিমানবন্দরের তার স্ক্যানিং হয় কিন্তু অসুস্থতার লক্ষণ প্রকাশিত হয় চারদিন আগে।

আপনার জন্য নির্বাচিত

তবে অসমর্থিত সূত্র থেকে জানা গেছে যে তিনি নাকি তার travel history আগে গোপন করে রেখেছিলেন ।লন্ডন থেকে ফিরে তিনি লখনউ এর বাড়িতে ছিলেন এমনকি এরপর একটি পাঁচতারা হোটেলে পার্টিও দেন। আর এই বিষয়ে সামনে আসতেই সকলেই তার দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলে জিজ্ঞেস করেন কোয়ারেন্টাইন এ না গিয়ে তিনি কেন পার্টি করছিলেন?

তবে এ বিষয়ে তিনি সম্পূর্ণ নাকচ করে তার উত্তরে বলেন মার্চের 9 তারিখে যখন এয়ারপোর্টে নামে তখন rules অনুযায়ী জার্নির সব রকম ইনফরমেশন দেন আর তাকে চেকও করা হয়।কিন্তু তখন করোনার কোনো লক্ষন ছিল না এমনকি কোয়ারেন্টাইনে যেতেও বলা হয়নি। 13 তারিখ তার নিজের নিজেকে নিয়ে সন্দেহ হলে তিনি নিজেই টেস্ট করান এবং তখন টেস্টে পজিটিভ ধরা পড়ে।