সম্পূর্ণ খালি গলায় অসাধারণ হিন্দি গান গেয়ে মুগ্ধ করল ‘সারেগামাপা’ খ্যাত বিদিপ্তা, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

আমাদের অবসর সময়ে আমরা প্রত্যেকেই কম বেশি গান শুনতে ভালোবাসি। স্যাড সং রোমান্টিক সং ফোক ফং আরো কত কি, বিভিন্ন ধরনের গান যেনো আমাদের মনের কথা বলে যায়। আর সেইসব গানের সম্ভার নিয়েই টেলিভিশিনে বিভিন্ন সিঙ্গিং রিয়েলিটি শো আয়োজিত হয়, যেখানে বিভিন্ন রাজ্য থেকে বেছে বেছে নিয়ে আসা হয় টেলেন্ট কে। আর তাদের মধ্যে চলে প্রতিযোগিতা। তেমনই এক রিয়েলিটি শো জি বাংলার সারেগামাপা।
গত রবিবারই ছিল জি বাংলার সারেগামাপা গ্র্যান্ড ফিনালে, জি বাংলার সারেগামাপা, বাংলার সবথেকে বড়ো সিঙ্গিং রিয়েলিটি শো। প্রতি বারের মতো এবারেও টানা বহুমাস লড়াই চলার পর অবশেষে গত রবিবার হয়ে গিয়েছে শো এর গ্র্যান্ড ফিনালে, আর তাতে জয়ী হয়েছেন অর্কদীপ। তবে ফাইনালের রেজাল্ট নিয়ে খুশি নয় জনগণ।
আর এই মঞ্চেরই আরেক গুণী প্রতিযোগী বিদীপ্তা। সারেগামাপা এর মঞ্চে নিজের সুমধুর গলা এবং সুর দ্বারা সকলের মন জয় করে নিয়েছিলো এই প্রতিযোগি। আর এবার তার খালি গলায় গা একটি গান ভাইরাল হলো নেট মাধ্যমে।
এরআগেই সারেগামাপা এর অন্য এক প্রতিযোগী নীহারিকার গানের অ্যালবাম এসেছে বাজারে, যা বেশ পছন্দ করেছে শ্রোতারা, আর এবার বিদীপ্তার খালি গলায় গাওয়া একটি গান ভাইরাল হলো, বিদীপ্তার ইউটিউব চ্যানেলে এই গানটি গেয়ে পোস্ট করেছিলেন বিদীপ্তা। তবে ভিডিওটি বেশ কিছুদিন পুরনো।