সুরেলা কণ্ঠে দুর্দান্ত গান গেয়ে ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ মাতালেন বঙ্গতনয়া বিদীপ্তা, মুগ্ধ রাকেশ রোশন

Advertisement

সম্প্রতি এবার দুটি হিন্দি গান গেয়ে ‘ইন্ডিয়ান আইডল’এর মঞ্চ মাতালেন বঙ্গতনয়া বিদীপ্তা! বর্তমান সময়ে যেসব রিয়্যালিটি শো’গুলি রয়েছে, তার মধ্যে ‘ইন্ডিয়ান আইডল’ রীতিমতো রাজত্ব করছে। এই মঞ্চ থেকে উঠে আসেন বলিউডের তাবড়-তাবড় শিল্পীরা। ইতিমধ্যেই একাধিক শিল্পীরা এই শো’য়ের মাধ্যমে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন।

Advertisements

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা তাদের প্রতিভা প্রদর্শন করেন এই মঞ্চ থেকে। সেরকমই একজন শিল্পী হলেন বিদীপ্তা। যিনি ‘সারেগামাপা’র ফাইনালিস্ট ছিলেন। এরপর তিনি অংশগ্রহণ করেন এই শো’য়ে। অন্যদিকে ‘ইন্ডিয়ান আইডল’এর মঞ্চে বিশেষ অতিথি হিসেবে হাজির হন বিভিন্ন তারকারা। পরিচালক, প্রযোজক থেকে শুরু করে নামকরা সংগীতশিল্পীদেরও দেখা যায়।

Advertisements

সম্প্রতি সেখানে হাজির হয়েছিলেন হৃত্বিক রোশনের বাবা পরিচালক রাকেশ রোশন। তার সামনে দুটি সিনেমার ‘তানহায়ি তানহায়ি’ এবং ‘কহোনা প্যায়ার হ্যায়’ গানটি গাইতে শোনা যায়। এই দুটি গানই গেয়েছেন অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ। আর এদিন এই প্রতিযোগীর কন্ঠে গান দুটি শোনার পর মুগ্ধ হয়ে গিয়েছেন রাকেশ রোশন।

তাইতো বিদীপ্তার প্রশংসা করতে দেখা যায় তাকে। উল্লেখযোগ্য, বাংলার সোদপুরের মেয়ে বিদীপ্তা মাত্র তিন বছর বয়স থেকেই গানের তালিম নেওয়া শুরু করেন। শোনা যায় দিদির গান শেখা দেখেই গানের প্রতি আগ্রহ জন্মেছিল তার। এরপর বিভিন্ন স্টেজ শো থেকে শুরু করে রিয়্যালিটি শো’তে অংশগ্রহণ করেন তিনি। ইতিমধ্যেই গানের জগতে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন এই শিল্পী।

Related Articles