উড়ন্ত সিঁদুর-মালার দিন শেষ! এবার সিঁথিতে লাল ওষুধ দিয়ে পঞ্চমীকে বিয়ে করলো কিঞ্জল
উড়ন্ত সিঁদুর, লিপস্টিক এখন সব অতীত সম্প্রতি এবার একটি ধারাবাহিকে নায়ক-নায়িকার বিবাহ সম্পন্ন হলো লাল ওষুধ দিয়ে! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন এও কি সম্ভব? তবে সম্প্রতি এমনটাই দেখানো হয়েছে ‘পঞ্চমী’ নামক ধারাবাহিকে। বর্তমান সময়ে ধারাবাহিক নিয়ে মানুষের মনে কী পরিমাণ উত্তেজনা রয়েছে তা আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না। একজন মানুষের পছন্দ একেক ধরনের ধারাবাহিক।
আর সেই দিকটি মাথায় রেখে নির্মাতারা বিভিন্ন স্বাদের ধারাবাহিক নিয়ে আসেন সকলের জন্য। যদিও সাংসারিক কূটকাচালি দেখতে দেখতে অনেকটাই একঘেয়েমি চলে এসেছে দর্শকদের মনে। তাই নতুনত্ব আনতে পৌরাণিক গল্প দিয়ে সাজানো হয়েছে ‘পঞ্চমী’ নামক ধারাবাহিকটিকে। যেটি মূলত একটি ইচ্ছাধারী নাগিনের কাহিনী নিয়ে তৈরি হয়েছে। এই নাগিনের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সুস্মিতা দে।
আর তার স্বামী কিঞ্জলের চরিত্রে রয়েছেন রাজদীপ গুপ্ত। খুব কম সময়ের মধ্যেই ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে দর্শকদের মাঝে। তবে সম্প্রতি সেখানে একটি বিয়ের দৃশ্য নিয়ে ব্যাপক ট্রোলিং শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ধারাবাহিকের টিআরপি বাড়ানোর জন্য অনেক সময় বিয়ের দৃশ্যকে হাতিয়ার করা হয়। এখানেও তার অন্যতা হয়নি।
সম্প্রতি সেখানে নায়ক-নায়িকার বিয়ের দৃশ্য ফুটে উঠেছে। তবে সাধারণভাবে নয় একেবারেই অন্যরকমভাবে। এর আগে আমরা কয়েকটি ধারাবাহিকে লিপস্টিক এবং উড়ন্ত সিঁদুর-সহ বিয়ে দেখেছি। তবে এখানে দেখা গেলো লাল ওষুধের ব্যবহার। আসলে পঞ্চমীর কপাল কেটে যাওয়ায় সেখানে লাল ওষুধ লাগিয়ে দেয় কিঞ্জল। আর তখনই আশেপাশে বেজে ওঠে উলুধ্বনি-শঙ্খধ্বনি, সম্পন্ন হয় তাদের বিবাহ।