Bangla Serial : আসল খলনায়ক তো সূর্য! বার বার মিশকার ফাঁদে পড়ায় রেগে আগুন নেটিজেনরা

Advertisement

Bangla Serial : স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’। ‘মিঠাই’-কে পিছনে ফেলে দিয়ে টিআরপি তালিকায় প্রথম হয়ে উঠেছে এই ধারাবাহিক। একের পর এক প্লট টুইস্ট ধারাবাহিককে করে তুলেছে জনপ্রিয়। পর মূহুর্তে কি হবে তা জানার জন্য দর্শকেরাও বেশ কৌতুহলী। আর এই কারণে একের পর এক টুইস্টে সকলের নজর কেড়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের জনপ্রিয় জুটি হল দীপা ও সূর্য। ধারাবাহিকের খলনায়িকা মিশকা ও এই জুটির সঙ্গে ক্রমেই বেড়ে চলেছে নানান মনোমালিন্য।

Advertisements

তাই বারংবার দীপা ও সূর্য কাছাকাছি আসতে গিয়েও দূরে সরে যাচ্ছে। মিশকার একটির পর একটি চালে সূর্য ও দীপার সম্পর্ক কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। দীপা ও সূর্য যেমন দূরে সরে যাচ্ছে তেমনই তাদের সন্তানেরাও বাবা মা’কে পাচ্ছে না। ধারাবাহিকে দেখা যাচ্ছে সূর্য দীপার চাইতে মিশকাকে বেশি বিশ্বাস করে। এই কারণে সূর্য বারবার মিশকার ফাঁদে পা দেয়। আর এর ফলে দীপাকে ভুল বোঝে সূর্য।

Advertisements

এই প্রথম এমন সাহসী লুকে হাজির হলেন কোয়েল, দেখে চোয়াল শক্ত হল ভক্তদের!

মিশকার কথায় তাই দীপাকে ডিভোর্স দিতে দেখা যায় সূর্যকে। আর এতেই বেজায় রেগে গিয়েছেন দর্শকেরা। তারা মিশকাকে যেমন ধারাবাহিকের খলনায়িকা ভাবছেন তেমনই সূর্যকে ভিলেন মনে করছেন। তাই তারা খলনায়কের অ্যাওয়ার্ড মিশকার পাশাপাশি সূর্যকেও দেওয়ার কথা ভেবেছেন। এমনই অনেক মন্তব্য করেছেন অনেকে।

একজন লিখেছেন, ২০২৩-এর সেরা খলনায়িকা মিশকা এটা নিশ্চিত। এবার খলনায়কের অ্যাওয়ার্ডও সূর্যকে দেওয়া হোক। এরা একদম পারফেক্ট জুটি হবে। আরেকজনের কথায়, ধারাবাহিকে সূর্য নায়ক তা বোঝার উপায় নেই। সে দীপাকে বিশ্বাস করে না। মিশকা যা বলে তাই সূর্যের কাছে সত্যি মনে হয়। যেনো মিশকা নায়িকা ও সূর্য নায়ক। কোন সিরিয়ালে এত ভুল বোঝাবুঝি দেখায়!

Related Articles