বিনোদন

উড়ন্ত সিঁদুর-মালা সব অতীত, ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালে ঘুমন্ত বউকে দেখে ট্রোলের বন্যা নেটদুনিয়ায়

বাংলা ধারাবাহিক হবে আর তার মধ্যে বিয়ে নিয়ে ধুন্ধুমার কান্ড হবে না তা কি হয়! উড়ন্ত সিঁদুর, উড়ন্ত মালা, নিজেকে নিজে বিয়ে করা, পাত্রীর বদলে পেছনে থাকা নায়িকাকে সিঁদুর পরিয়ে দেওয়া এরকম অদ্ভুত সব কান্ড ইতিমধ্যে ঘটে গেছে বিভিন্ন ধারাবাহিক গুলিতে। যা নিয়ে বহুবার ট্রোলিংও হয়েছে। কিন্তু একেবারে বেহুশ অবস্থায় নায়িকাকে বিয়ে দিয়ে দেওয়া এমন কি দেখেছেন! বাঙালি বিনোদনপ্রেমীদের কাছে যেমন বাংলা ধারাবাহিক গুলি খুবই কাছের তেমনি আবার ধারাবাহিক গুলিতে গল্পের গরু গাছে ওঠার কারণে মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে ওঠেন ধারাবাহিকপ্রেমীরা।

এ যেমন সম্প্রতি বিয়ের মত পবিত্র বন্ধনকে নিয়ে ছেলেখেলা করার অভিযোগ উঠল আরেক বাংলা ধারাবাহিকের দিকে। এবারের নেটিজেনদের কাঠগড়ায় “বাংলা মিডিয়াম।” এই ধারাবাহিকের হাত ধরেই কিছুদিন আগে কামব্যাক করেছে কৃষ্ণকলি খ্যাত নীল তিয়াসা জুটি। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে বিক্রমের সাথে বিয়ে ঠিক হয়েছিল পামেলার। কিন্তু সে যে মোটেও ভালো নয় তা ঠাউর করতেই প্ল্যান করে ইন্দিরাকে নাতবউ বানানোর ফন্দি করে ফেলেন
ঠাম্মি।

যদিও এই ইন্দিরা সাথে পূর্বে একবার বিয়ে ঠিক হয়েছিল বিক্রমের, কিন্তু সেই বিয়ে ভেঙে যায় ইন্দিরা বাংলা মিডিয়ামে পড়ে বলে। যদিও সেসময় ইন্দিরা আর বিক্রম কেউই কাউকে দেখেননি। বর্তমানে দেখা গেছে পামেলাকে সরিয়ে ইন্দিরা সাথে বিক্রমের বিয়ে দেওয়ার জন্য ঘুমের ওষুধ মেশানো শরবত তাকে খাইয়ে দেন ঠাম্মি। তারপর ঘুমন্ত ইন্দিরাকে সাজিয়ে মুখ ঢেকে আনা হয় মন্ডপে।

উড়ন্ত সিঁদুর-মালা সব অতীত, 'বাংলা মিডিয়াম' সিরিয়ালে ঘুমন্ত বউকে দেখে ট্রোলের বন্যা নেটদুনিয়ায়

বিয়ের প্রায় সব রিচুয়াল হয়ে যাই এইভাবে ঘুমন্ত অবস্থায়। আর বিয়ের মন্ডপে ঘুমন্ত বউ ও এমন বিয়ের রীতি দেখে রীতিমতো হেসে খুন হয়েছেন দর্শকরা। এমন নতুন ধারা বিয়েকে ট্রোল করতে ছাড়েনি কেউই। অনেকের মতে বাংলা সিরিয়ালে কি একটাও স্বাভাবিক বিয়ে দেখা যাবে না! আবার অনেকে বিষয়টির তীব্র সমালোচনা করেছেন। সব মিলিয়ে ভাইরাল এখন সেই দৃশ্য।