Trina Saha: মাত্র দু-মাসেই কপাল পুড়লো ঝোরার, রাতারাতি বন্ধের মুখে ‘বালিঝড়’!

Advertisement

Trina Saha: যদিও জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিককে হারানোর উদ্দেশ্যে শুরু হয়েছিল স্টার জলসার এই ধারাবাহিকটি, তবে টিআরপির অভাবে সেটি এখন বন্ধ হওয়ার মুখে। কারণ, ধারাবাহিকের মুখ্য অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট এমনটাই জানাচ্ছে। এর আগে টিআরপির অভাবে বন্ধ হয়ে গিয়েছিল ‘খড়কুটো’। কয়েকমাস আগেই সেই নায়ক-নায়িকার জুটি নিয়ে শুরু হয়েছিল ‘বালিঝড়’।

Advertisements

মূলত ‘মিঠাই’ ধারাবাহিকটিকে হারানোর উদ্দেশ্যে এই ধারাবাহিকটি শুরু হয়েছিল। তবে উল্টো ঘটনা ঘটলো। কারণ, মিঠাই সেরা দশের মধ্যে জায়গা ধরে রাখলেও দু মাসের মধ্যেই শেষ হয়ে যাওয়ার অবস্থা ‘বালিঝড়’এর। সম্প্রতি তৃণা সাহা সোশ্যাল মিডিয়া স্টোরিতে লিখেছেন, ‘মন্ত্রীর মেয়ে থেকে আসল ঝর্ণার জলের মতো হয়ে ওঠা, ঝোরার মহার্ঘ্যর প্রতি একটু একটু করে মায়ায় পড়া, স্রোতের জন্য ঝোরার পিছুটান, মহার্ঘ্য ঝোরার রসায়ন তৈরি হওয়া সব হেরে গেল রেটিংয়ের কাছে।’

Advertisements

 

Trina Saha: খোলা আকাশের নীচে ট্রেন্ডিং গানের তালে উদ্দাম নাচ তৃণার, ব্যাপক ভাইরাল ভিডিও

এছাড়াও অন্য একটি স্টোরিতে তার ভক্তদের মনের কষ্ট উঠে এসেছে। যা দেখার পর সকলের মনে একটাই প্রশ্ন তাহলে কি এই ধারাবাহিক শেষ হতে চলেছে? গত ফেব্রুয়ারী মাসের শুরুতে এই ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়। যেখানে একটি ত্রিকোণ প্রেমের কাহিনী ফুটে উঠেছিল। এখানে অভিনয় করছেন তৃণা, কৌশিক ছাড়াও ইন্দ্রাশিস।

শুরুতে দর্শকেরা ভেবেছিলেন হয়তো এই ধারাবাহিকের টিআরপি খুবই ভালো যাবে। তবে টিআরপি তো দূরের কথা কোনোরকম জনপ্রিয়তাই অর্জন করতে পারেনি এই ধারাবাহিকটি। সম্প্রতি আবার সেই স্লটে ‘রামপ্রসাদ’ ধারাবাহিক শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। যার ফলে সকলে মনে করছেন হয়তো ‘বালিঝড়’ ধারাবাহিকটি শেষ হতে চলেছে।

Related Articles