‘বাদাম শব্দ উচ্চারণ করলেই মহাবিপদ’, সর্বস্বান্ত হয়ে চোখের জলে দিন কাটাচ্ছেন ভুবন বাদ্যকর
বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন ‘বাদাম কাকু’। সকলে তাকে বাদাম কাকু বলে ডাকলেও তার নাম ভুবন বাদ্যকর। একটি গান গেয়ে জগত জুড়ে জনপ্রিয়তা মিলেছে তার। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে গিয়েছিল তার ভিডিও। সেই গানটি যেনো সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতন ছড়িয়ে পড়েছিল। তাই জনপ্রিয়তা বাড়তে সময় নেয়নি। রাজ্য থেকে দেশ এবং দেশ থেকে দেশের বাইরেও ছড়িয়ে পড়েছিল ‘কাঁচা বাদাম’ গান।
বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাবু। জনপ্রিয়তা বাড়তে থাকলে তার অর্থ, বাড়ি, গাড়ি, প্রতিপত্তি হুহু করে বাড়তে শুরু করে। তার বাড়ির সামনে মানুষের ভীড় লেগে যায়। তবে সেসব এখন অতীত। কারণ বর্তমানে নিজের গানে এখন ‘বাদাম’ শব্দটি আর ব্যবহার করতে পারছেন না ভুবন বাবু। আর তাই গান গাইতেও পারছেন না তিনি।
বর্তমানে একেবারে উধাও হয়ে গিয়েছেন ভুবন বাবু। তার কাছে সাক্ষাৎকার নেওয়া হলে তিনি জানান, তার রয়েছে একটি ইউটিউব চ্যানেল। সেখানে তিনি ‘বাদাম’ শব্দটি উচ্চারণ করলেই কপিরাইট পড়ছে। আর তার ফলে তিনি গান গাইতে পারছেন না এবং টাকা পয়সা উপার্জন করতে পারছেন না। এভাবেই ধীরে ধীরে তার অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। বদনাম রটে যাচ্ছে তার।
ভুবন বাবু জানান, এক ব্যক্তি ভুবন বাবুকে সহজ সরল পেয়ে তার কাছ থেকে কপিরাইট নিয়ে নিয়েছেন। তিনিও বীরভূমের এক সংস্থার মালিক। ভুবন বাবু ইংরেজি পড়তে পারেন না বলে তার সঙ্গে এই কাজটি করেছেন ওই ব্যক্তি। কিছুদিন আগে ‘হ্যাপি নিউ ইয়ার’ গানে ‘পাকা বাদাম’ কথাটি ব্যবহার করতে গিয়ে কপিরাইটের সমস্যায় পড়েন।