নিজেকে দোষী মনে হত, এই কারণে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী!

Advertisement

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলি (Shubhasree Ganguly)। একের পর এক ছবিতে অভিনয়ের মধ্যে আজ তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন। বংশে কোনো সদস্য সিনেমায় অভিনয় না করলেও শুভশ্রী নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। আর সেই লড়াই পূরণ করেছেন তিনি। শুভশ্রী অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন মা। নিজের সংসার ও কাজের জায়গা সবকিছুই সামলেছেন নিপুণ হাতে।

Advertisements

আজ এভাবেই তিনি সাফল্যের শিখরে উঠে এসেছেন। একসময় অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন অভিনেত্রী। এই কথা সম্প্রতি একটি রিয়েলিটি শো-এর মঞ্চে জানান তিনি। বর্তমানে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর মঞ্চে বিচারক পদে আসীন তিনি। সেখানে প্রতিযোগীদের নাচের ভালোমন্দ দিক ধরিয়ে দেন তিনি।

Advertisements

শনিবার নারী শক্তির উদযাপনে অতিথি হিসেবে মঞ্চে এসেছিলেন মহিলা পুলিস এবং র‍্যাপিড অ্যাকশন ফোর্সের কয়েকজন মহিলা জওয়ান। তাদের শ্রদ্ধা জানিয়ে এক খুদে শিল্পী নাচের মধ্যে দিয়ে তাদের বরন করে নেয়৷ তার নাচ এতটাই সুন্দর হয়েছিল যে বিচারকেরা কেউই আসনে বসে থাকতে পারেননি। তারা সকলেই আসন ছেড়ে উঠে আসেন।

এর পাশাপাশি শুভশ্রী জানান, যখন যুভান জন্ম নেয় সেইসময় কিছুদিন পর কাজে ফিরেছিলেন শুভশ্রী। সেইসময় ছেলেকে বাড়িতে রেখে যেতে হত তাকে। সোশ্যাল মিডিয়ায় বেশ কটু কথার শিকার হতে হয়েছিল শুভশ্রীকে। মহিলা পুলিশদের উদ্দেশ্যে শুভশ্রী জানান, তারাও মা, তারা নিজেদের সন্তানকে রেখে বের হন। তারা ভালো বুঝবেন যে সন্তানকে বাড়িতে রেখে বেরোলে মায়ের মনে অপরাধবোধ কাজ করে।

সেইসময় অভিনেত্রী শুভশ্রী ভেবেছিলেন অভিনয় ছেড়ে দেবেন। কিন্তু তা নিজের মন থেকে ঝেড়ে ফেলেন তিনি। যুভানের বয়স এখন দুই বছর। এরই মধ্যে একাধিক ছবি ও ওয়েব সিরিজে কাজ করে শুভশ্রী আরও জনপ্রিয় হয়েছেন। শুভশ্রীর কথায় মেয়েরা মা কিংবা স্ত্রী কিংবা পেশাদার জীবন সুন্দরভাবে নিপুণ হাতে পরিচালনা করতে পারেন।

Related Articles