Arunita Kanjilal: ১৯-এই ছুঁয়েছে সাফল্যের চূড়া, বলিউড কাঁপিয়ে এবার টলিউড নাচাতে আসছে অরুনিতা!
বনগাঁর এই 19 বছরের মেয়ে বর্তমানে ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম সফল মুখ! জাতীয় মঞ্চে বাংলাকে সারা ভারতের সামনে তুলে ধরা থেকে শুরু করে ইন্ডিয়ান আইডল 12 এর রানার্সআপ স্থান দখল-একরত্তি বয়সেই ছুঁয়েছেন সাফল্যের চূড়া। বিশটি বসন্ত এখনো তার কাটেনি, ইতিমধ্যেই তার ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব প্লেব্যাক সিঙ্গিং কন্ট্রাক্ট!
মাত্র 4 বছর বয়সে মায়ের হাত ধরে হাতেখড়ি হয়েছিল সংগীত জগতে। পরবর্তীতে মামার কাছে গানের প্রশিক্ষণ নিতে নিতেই সংগীতের সাথে বন্ধুত্ব হয়ে ওঠে তার। ছোট বয়স থেকেই গায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে উঠতে থাকে বনগাঁর এই মেয়ে 2013 সালে প্রথমবারের জন্য বাংলা সারেগামাপা এর অংশগ্রহণ করে ট্রফি জেতার মাধ্যমে সাফল্যের যাত্রা শুরু করে।
মাত্র 10 বছর বয়সে বাংলা সারেগামাপা জিতে অরুনিতা বুঝিয়ে দিয়েছিলেন তিনি এক লম্বা রেসের ঘোড়া। পরবর্তীতে কুমার শানুর কম্পোজিশনে “অপরিচিত” ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করার মাধ্যমে প্রফেশনাল জগতে হাতেখড়ি হয় তার। 2014 সালের সারেগামাপা লিটল চ্যাম্প অংশগ্রহণ করলেও সেখানে কোন স্থান পাননি তিনি। আর সেই জেদকেই পুঁজি করে ইন্ডিয়ান আইডল টুয়েলভ এর মঞ্চে রানার্সআপ হিসেবে ট্রফি যেতেন অরুনিতা। আর তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি, ঘুরে গিয়েছে তার জীবনের মোড়।
বাপ্পি লাহিড়ী, হিমেশ রেশমিয়া সহ একাধিক নামিদামি তারকা দের সাথে ইতিমধ্যে কাজ করে ফেলেছেন 19 বছরের এই কিশোরী। শুধুমাত্র হিন্দি সংগীত জগতেই নয় পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রিতেও নিজের জায়গাটা প্লেব্যাক সিঙ্গার হিসেবে শক্ত করতে উদ্যত অরুনিতা। বাংলা ছবি “হার্টবিট”এ কাজ করার কথা থাকলেও শারীরিক অসুস্থতার জন্য বর্তমানে তা পিছিয়ে যায়। তবে আশা করা যায় খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে গানের রেকর্ডিং করবেন তিনি। বর্তমানে তার ভক্তগণের গণ্ডি দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে-ছিটিয়ে গিয়েছে বিদেশেও। লন্ডন, কানাডায় একের পর এক লাইভ শো করার মাধ্যমে তিনি তার অনুরাগীদের বুঝিয়ে দিয়েছেন পথ চলা এখনো অনেক বাকি!