Advertisements

বাংলার পর্দা কাঁপাতে নতুন রুপে আসছে সকলের প্রিয় ‘ভুতু’, রইল ভিডিও

Advertisements

মনে আছে ছোট্ট ভুতু কে? জি বাংলার পর্দায় অনুষ্ঠিত ভূতের সিরিয়াল, তবে এই ভূতের সিরিয়াল সেই ভূতের সিরিয়াল নয়, বুঝলেন না তো? ভূতের সিরিয়াল মানেই তো হাড় হিম করা ভয়, তবে ভুতু সিরিয়ালে ভয় দেখাবে কে? সেখানে তো ছিল এক মিষ্টি বাচ্চা ভুত, যে পারতো খালি ম্যাজিক দেখাতে, ম্যাজিক দিয়েই সবার কষ্ট দুর করে দিতো, আর দুষ্টু লোকদের শাস্তি দিতে।

বাচ্চা ভূতের কাণ্ডকারখানা দেখে সকলেই হয়ে যেত অবাক। জি বাংলায় সিরিয়ালটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল, বিশেষ করে বাচ্চাদের মধ্যে ভুতু ছিল বেশ জনপ্রিয়। তবে ভুতুর চরিত্রে অভিনয় করা সেই বাচ্চা ভুত থুড়ি আর্শিয়া মুখোপাধ্যায় এখন কেমন আছেন জনেন? সে এখন আর ছোট্টটি নেই কিন্তু, বরং দেখতে দেখতে ১১ বছরে পড়েছে আর্শিয়া।

ভুতু সিরিয়াল এতটাই জনপ্রিয়তা হয়ে ছিল যে বাংলার পর হিন্দিতেও সিরিয়ালটি রিমেক করা হয়। আর সেখানেও ভূতুর চরিত্রে অভিনয় করেছিল ছোট্ট আর্শিয়া। ভুতুর পর শেষ তাকে জি বাংলার ভানু পেল লটারি সিরিয়ালে মা লক্ষ্মীর চরিত্রে দেখা গিয়েছিলো। তারপর এতদিন নিজের পড়াশুনা নিয়েই ব্যস্ত ছিলো আর্শিয়া।

তবে এবার তাকে আবার অভিনয় দেখা যাবে পর্দায়, স্টার জলসার আসতে চলছে ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিকে ফুটে উঠবে মীরা বাই এর আত্মকথা। আর সেখানেই আর্শিয়াকে দেখা যাবে ছোট মীরাবাই এর চরিত্রে অভিনয় করতে। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিরিয়ালের প্রোমো। ভুতুর পর মীরা রূপে আর্শিয়ার অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।

Related Articles