বাংলার নাম্বার ওয়ান দজ্জাল শাশুড়ি! বাস্তবে রাস্তায় বেরোলেই এই হাল হচ্ছে ‘বাবুউউ’র মা কৃষ্ণার

Advertisement

ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করার জন্য মাশুল গুনতে হচ্ছে অভিনেত্রী অরিজিতা মুখার্জিকে! সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং তো রয়েছেই, পাশাপাশি রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়েও ছাড় পাচ্ছেন না তিনি। জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে নায়কের মা কৃষ্ণার চরিত্রে অভিনয় করছেন অরিজিতা।

Advertisements

সেখানে মূলত খলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে তাকে। আসলে বেশিরভাগ সময়ই ধারাবাহিকে দেখা যায় কৃষ্ণা ‘বাবু’, ‘বাবু’ করে তার ছেলেকে ডাকছে। আসলে সে মনে করছে বিয়ের পর তার ছেলে তার থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই কারণে কীভাবে পুত্রবধূকে শায়েস্তা করা যায় সেই পরিকল্পনাই চলে তার মাথায়।

Advertisements

তবে এই বিষয়টি দর্শকেরা মোটেই পছন্দ করছেন না। তাইতো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ট্রোল করা হচ্ছে কৃষ্ণা চরিত্রটিকে নিয়ে। এমনকি ‘বাবু’ ডাকটি নিয়েও একাধিক কটাক্ষ করেছেন সকলে। এসব তো গেলো সোশ্যাল মিডিয়ার ব্যাপার। বাস্তব জীবনেও এরকম অবস্থার সম্মুখীন হতে হয়েছে তাকে। শোনা যায় তার দেওরের চরিত্রে যিনি অভিনয় করছেন, তাকে নাকি এক মহিলা নাম্বার চেয়েছিলেন অরিজিতার।

তিনি নাকি তার বাড়িতে চড়াও হয়ে ঝামেলা করতেন। অন্যদিকে সম্প্রতি এবার রাস্তায় বেরিয়েও সেরকমই অবস্থা পড়তে হয়েছে তাকে। এদিন নাকি হাইল্যান্ড পার্কে এক মহিলা তাকে জিজ্ঞেস করেন যে তিনি অভিনয় করেন কিনা। এরপর তাকে নির্দেশ দেন সেখানে দাঁড়িয়ে থাকার। তারপর আরো চার-পাঁচজনকে ডেকে এনে তারপর তার সাথে ছবি তুলেই সেখান থেকে যান।

Related Articles