এক্কেবারে মাটির মানুষ! মঞ্চের বাইরে দাঁড়িয়ে ভক্তদের গান শোনাচ্ছেন অরিজৎ সিং, ভাইরাল ভিডিও
তিনি ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী। এমনকি তার জনপ্রিয়তা ছড়িয়ে গিয়েছে বিদেশেও। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের সেই সাধারণ ছেলে আজ তারকা শিল্পী হয়ে উঠেছেন। তবে আকাশে উড়ান দিলেও মাটি ছাড়েননি তিনি। কারণ, এতো বড়ো একজন শিল্পী হয়ে গেলেও একেবারে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন তিনি।
হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি অরিজিৎ সিংয়ের সম্পর্কে। যার জনপ্রিয়তা বর্তমানে জগৎজোড়া। তবে কখনোই চাকচিক্যের কোনোরকম চিহ্ন দেখা যায় না তার মধ্যে বরং সবসময় সাধারণভাবে থাকতে পছন্দ করেন তিনি। সম্প্রতি সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যেখানে দেখা যাচ্ছে মঞ্চের বাইরে দাঁড়িয়ে ভক্তদের গান শোনাচ্ছেন তিনি। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ নামক একটি প্রতিযোগিতায় প্রথম দেখা গিয়েছিল তাকে। যদিও সেখানে বিজয়ী হতে পারেননি তিনি। মাঝপথেই বাদ পড়েছিলেন শো থেকে। তবে হেরে যাননি তিনি, কঠোর লড়াইয়ের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন। ‘আশিকি ২’ সিনেমায় গান গাওয়ার পর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি।
বর্তমানে বলিউড ও টলিউডে রাজত্ব করছেন তিনি। সিনেমার গান গাওয়ার পাশাপাশি দেশ-বিদেশে শো করতেও দেখা যায় তাকে। দীর্ঘ ২২ মাস বিরতি নিয়ে কিছুদিন আগে আবুধাবিতে শো করতে গিয়েছিলেন তিনি। যেখানে রিহার্সাল করার সময় অসংখ্য ভক্তরা থাকে ঘিরে রেখেছিলেন। যে ভিডিও সম্প্রতি ভাগ করে নিয়েছিলেন অরিজিৎ নিজেই।