অরিজিতের কনসার্টে এসে বিয়ের প্রস্তাব দিয়ে লিপকিস! তরপর তরুণীকে বিশেষ উপহার দিলেন অরিজিৎ সিং

Advertisement

প্রেম হোক বা বিচ্ছেদ যার গান ছাড়া মনের অনুভূতি ঠিকভাবে প্রকাশ করা যায় না, তিনি হলেন অরিজিৎ। আরে এবার তার কনসার্টেই প্রেমিককে বিয়ের প্রস্তাব দিলেন এক যুবতী! এরপরই ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসায় মেতে ওঠেন তারা। আর তখন অরিজিতের গলায় ‘টু স্টেটস’ সিনেমার সেই জনপ্রিয় গান ‘মন মস্ত মগন’। যে ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

সম্প্রতি ঔরঙ্গাবাদে শো করতে গিয়েছিলেন অরিজিৎ। সেখানেই এক মহিলা ভক্তের কারণে হাতে চোট পেয়েছিলেন গায়ক। এমনকি শেষমেশ ক্রেপ ব্যান্ডেজ জড়িয়ে তাকে কনসার্ট শেষ করতে হয়েছিল। অন্যদিকে সেই মঞ্চেই ভালোবাসায় মেতে উঠেছিলেন এক যুগল। শো চলাকালীনই হাতে মাইক তুলে নেন এক যুবতী। এরপর এক যুবককে প্রেমের প্রস্তাব দেন তিনি।

Advertisements

মঞ্চে উঠে তাকে বলতে শোনা যায়, ‘সাধারণত আমরা দেখি ছেলেরা মেয়েদের প্রেমের প্রস্তাব দেয়। তবে আমি এই রীতি ভাঙতে চাই। আর আমি ওকে প্রেমের প্রস্তাব দিতে চাই।’ যা শোনার পর অরিজিৎ বলেন, ‘তোমাদের মধ্যে আমি কাবাব মে হাড্ডি হতে চাই না।’ বলেই তিনি হাঁটা লাগান মঞ্চের ভেতরের দিকে। তবে যুবতী বলে ওঠেন এই বিষয়ে তাকে সাহায্য করতে হবে।

একইসাথে বলেন, ‘সেই গায়ককে সাক্ষী রেখে, যার কণ্ঠ জুড়ে রয়েছে শুধুই ভালোবাসা তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি, সৌমেন আমায় বিয়ে করবে?’ একথা শুনেই প্রেমিকাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুম্বন এঁকে দেন ওই তরুণ। তাদের এই ভালোবাসা দেখে অরিজিৎ গেয়ে ওঠেন ‘মন মস্ত মগন’ গানটি। গানের সাথে গিলা মেলাতে দেখা যায় ওই যুগলকেও। যেই ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Related Articles