Arijit-SRK: অরিজিৎকে নিয়ে চমকে দেওয়া মন্তব্য, বড় সিক্রেট ফাঁস করলেন শাহরুখ খান!

সুরের জগতের এক জনপ্রিয় তারকা হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। যার গলার গান শুনে মুগ্ধ হয় ৮-৮০ সকলে। কম-বেশি সকলের সাথেই এই তারকার মধুর সম্পর্ক। তবে অভিনেতা সলমন খানের সাথে আদায় কাঁচকলায় অরিজিৎ-এর। তবে তাঁকে তার জায়গা থেকে সরানো অত সহজ কাজ নয়।
অভিনেতা সলমন খান (Salman Khan)-এর সাথে সম্পর্ক ভালো না হলেও আর এক খান অর্থাৎ শাহরুখ খান (Shahrukh Khan)-এর সাথে বেশ ভালোই সম্পর্ক অরিজিৎ-এর। সলমনের কোনো ছবিতে অভিজিৎ-এর গান শোনা না গেলেও শাহরুখের প্রায় অনেক ছবিতেই গান গেয়েছেন অরিজিৎ।
অভিনেতা শাহরুখ খানের মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাঠান’ (Pathan)-এ টাইটেল ট্র্যাক গেয়েছিলেন অরিজিৎ। সেই গানও দর্শকদের কাছে বেশ হিট হয়েছিল। তবে আসছে অভিনেতা শাহরুখ খানের আরেক ছবি ‘জওয়ান’ (Jawan)। চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে শাহরুখের এই ছবি। যা শুনে শাহরুখ ভক্তদের মনে বেড়ে গিয়েছে উচ্ছ্বাসা। তবে এই সবকিছুই মাঝে ভক্তদের সাথে এক সেশন চালু করেন শাহরুখ। যেখানে ভক্তরা তাঁকে ইচ্ছামত প্রশ্ন করতে করে এবং সে উত্তর দেয়।
সেরকমই প্রশ্ন-উত্তর চলাকালীন এক ভক্ত শাহরুখকে প্রশ্ন করে, তাঁর ছবিতে অরিজিৎ (Arijit)‐এর গান থাকবে কিনা? তবে সেই কথা শুনে শাহরুখ উত্তর দেন, একদম, অবশ্যই অরিজিৎ-এর গান থাকবে। যা শুনে খুশি হয়ে যায় অরিজিৎ ভক্তরা।
অভিনেতা শাহরুখ খানের এই কথা শুনে স্পষ্ট হয় তাঁর সাথে অরিজিৎ-এর সম্পর্ক কতটা মধুর। অরিজিৎ-এর প্রতি তিনি কতটা মুগ্ধ। তবে ‘পাঠান’-এর পর ‘জওয়ান’ সিনেমায় অরিজিৎ-এর গান শোনার অপেক্ষায় সকল দর্শক। তবে ‘পাঠান’‐এর টাইটেল ট্র্যাকের মতো ‘জওয়ান’ সিনেমায় অরিজিৎ-এর গান হিট হয় কিনা সেটাই দেখার।