একেই বলে ভক্তের ভগবান! কনসার্টের মাঝেই ভক্তের দেওয়া পপকর্ন নির্দ্বিধায় খেলেন অরিজিৎ (ভিডিও)

Advertisement

বর্তমানে জাতীয় স্তরের গায়কদের মধ্যে প্রথমেই যার নাম উঠে আসে তিনি হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। মানুষের সঙ্গে মেলামেশার মধ্যে দিয়ে নিজেকে সাধারণ রাখতেই পছন্দ করেন তিনি। আর সেই প্রমাণ বারংবার উঠে আসে। এত বড় মাপের একজন সেলিব্রিটি হয়েও তার এই সাধারণ জীবনযাপন সকলকে অবাক করে। বর্তমানে অরিজিৎ নানান শহরে ঘুরে তার কনসার্ট করছেন। আর সেখানে হাজির হচ্ছে হাজার হাজার মানুষ।

Advertisements

রবিবার ছিল অরিজিৎ-এর ঔরঙ্গাবাদে কনসার্ট। আর সেই কনসার্ট বর্তমানে সংবাদমাধ্যমের আলোচনায় উঠে এসেছে। ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন তা। ওই কনসার্টে এক মহিলা অনুরাগী গায়কের হাত মুচড়ে দেন। যন্ত্রণা পেয়েও কনসার্ট বন্ধ করেননি অরিজিৎ। তিনি শো চালিয়ে যান। এছাড়া অরিজিৎ-কে দেখা যায় ওই মহিলা অনুরাগীকে ঠান্ডা মাথায় নম্রভাবে বোঝাতে৷ এতেই আরও অবাক সকলে অরিজিৎ-এর ধৈর্য্য ও শিক্ষা দেখে।

Advertisements

তবে ওই কনসার্টে আরেকটি মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা যায় এক অনুরাগীর প্রস্তাবে দিব্যি তার হাত থেকে পপকর্ন নিয়ে খেতে। এরপর সেটি আবার ফিরিয়ে দিতেও দেখা যায় গায়ককে। যদিও এই ঘটনাটি তার হাতে চোট পাওয়ার আগের। কনসার্ট চলাকালীন তিনি অনুরাগীদের সঙ্গে কথা বলেন, হাতে হাত মেলান। আর সেইসময় তাকে এক অনুরাগী পপকর্ন খাওয়ার প্রস্তাব দেন। সেই প্রস্তাব রেখেছেন গায়ক।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই কনসার্টে দুই তরুণ তরুণী এসেছিলেন। তরুণী অরিজিৎ-কে জানান, তার কনসার্ট চলাকালীন তিনি প্রেম নিবেদন করতে চান৷ অরিজিৎ জানান, তিনি কেনো তাদের মধ্যে কাবাব মে হাড্ডি হয়ে থাকবেন৷ যদিও এরপর অরিজিৎ গান ধরেন, “আয়া তেরে শহরমে রাঞ্জা তেরা”। তরুণ তরুণী তারা কনসার্টে প্রেম নিবেদন করেন ও চুম্বন করেন৷

Related Articles