শাড়ি-ব্লাউজ খুলে হট প্যান্টে অপরাজিতা, ছকভাঙা লুকে উদ্দাম নাচলেন লক্ষ্মী কাকিমা

টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে (Aparajita Adhya) এবার দেখা গেলো একেবারে অন্য মুডে। সচরাচর তাকে এমন মুডে সকলের সামনে হাজির হতে দেখা যায় না। নীল জলরাশিকে পিছনে রেখে তার সামনে ক্যামেরাবন্দী হলেন অভিনেত্রী। তার পরনে দেখা গিয়েছে সাদা ঘেরওয়ালা টপ নীচে গেরুয়া রং-এর হট প্যান্ট। এমন পোশাকে অভিনেত্রী খোশমেজাজে ভিডিও তৈরি করেছেন।
উরু থেকে পায়ের পাতা পর্যন্ত উন্মুক্ত। কখনও তাকে দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে বালি ওড়াতে।আবার তাকে দেখা যাচ্ছে সিঁড়ি বেয়ে চটপট করে উঠছেন। অভিনেত্রী যে বেশ হাসিখুশি মুডে রয়েছেন তা তার অঙ্গভঙ্গি দেখলেই স্পষ্ট হয়। তবে নেট দুনিয়ায় তিনি খুশি হয়ে ভিডিও ও ছবি পোস্ট করলেও নেটিজেনরা তার পোশাককে সঠিকভাবে নেয়নি।
আর এই কারণে অভিনেত্রীর দিকে অনেকেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, “পাগল হয়ে গিয়েছেন? হট প্যান্ট পরার জন্য চেহারাটাও হট বানাতে হয়। আবার হাত-পা ছুড়ছেন?” আবার অনেকে লিখেছেন, “কী বিশ্রী! ভিডিয়ো পোস্ট করার আগে এক বার দেখেছেন নিজেকে?” তবে বেশিরভাগ মানুষ অপরাজিতার পোশাককে ভালোভাবে নেননি।
তবে কেউ কেউ অভিনেত্রীর পছন্দকে সম্মান জানিয়ে মন্তব্য করেছেন, “ওর পয়সায় ওর ইচ্ছে। উনি কিনেছেন উনি পরেছেন। আপনাদের কী সমস্যা?” অর্থাৎ অপরাজিতার পোস্ট করা এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে। দীর্ঘদিন বাদে সোশ্যাল মিডিয়ায় নিজের হাসিখুশি মূহুর্ত শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তাতেও তাকে কটাক্ষের শিকার হতে হল।