রাতারাতি ‘মেয়েবেলা’ ছাড়লেন রূপা, এবার ‘বিথি মাসি’র চরিত্রে দেখা মিলবে টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর

‘মেয়েবেলা’ থেকে বিদায় বিথী মাসির চরিত্রে অভিনয় করা রূপা গাঙ্গুলী, তার পরিবর্তে এলেন কে? স্টার জলসায় (Star Jalsa) শুরু হওয়া এক নতুন ধারাবাহিক হলো ‘মেয়েবেলা’ (Meyebela)। যে ধারাবাহিকে বিথী মাসির চরিত্রে দেখা গেছে রূপা গাঙ্গুলী (Rupa Ganguly)-কে। তবে বেশ কয়েকটি এপিসোডে আর দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে। শেষ পর্যন্ত নেটিজেনদের জল্পনা সত্যি হলো। ‘মেয়েবেলা’ থেকে বিদায় নিলেন রূপা গাঙ্গুলী। তাহলে বিথী মাসির চরিত্র এলেন কে? কেনই বা সরলেন রূপা গাঙ্গুলী? আজকের প্রতিবেদনে সেই বিষয়েই জানানো হয়েছে।
প্রসঙ্গত, বেশ কয়েকটি পর্বে ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিকে দেখা যাচ্ছে না বিথী মাসিকে। উপরন্ত ধারাবাহিকের নতুন প্রোমো কভার পিকচার থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁর মুখ। আর তারপর থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন ওঠে তাহলে কি রূপা গাঙ্গুলীকে আর দেখা যাবে না বিথী চরিত্রে? সাম্প্রতিক এপিসোডে নেটিজেনদের সেই জল্পনাতেই সিলমোহর দিলেন রূপা গাঙ্গুলী (Rupa Ganguly)। যা দেখে চমকে গিয়েছেন নেটজনতা। তবে এই বিথী মাসির চরিত্রে রূপা গাঙ্গুলীর অভিনয় অনেকেরই পছন্দ হয়নি।
অনেকেই নানা রকম কটাক্ষ করেছেন এই অভিনেত্রীকে। তবে অন্যদিকে হঠাৎ করেই এই চরিত্রের অভিনেত্রী বদলে খুব একটা খুশি নন নেটিজেনদের একাংশ। দীর্ঘদিন পর ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে তার কামব্যাক নিয়ে প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ার চর্চায় ছিলেন তিনি। হঠাৎ করেই এই মেগা থেকে তাঁর সরে যাওয়ায় নানারকম গুঞ্জন উঠেছে টলিপাড়ায়। অনেকের মতে, বিথী চরিত্রে অভিনেত্রী হয়তো সন্তুষ্ট ছিলেন না। তার জেরেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
আবার অনেকের মতে সিরিয়ালের টিআরপি সেভাবে না থাকা সত্বেও অভিনেত্রীর পারিশ্রমিক অনেকটাই বেশি তার জেরেই হয়তো প্রযোজনা সংস্থার সাথে বনিবনা হয়নি অভিনেত্রীর। তবে এখন প্রশ্ন হল রূপা গাঙ্গুলীর পরিবর্তে বিথী চরিত্রে কে এলেন? বৃহস্পতিবারের এপিসোডে বিথীকা মাসির চরিত্রে দেখা গেল অন্য অভিনেত্রীকে। ‘মেয়েবেলা’ ধারাবাহিকে রূপা গাঙ্গুলীর পরিবর্তে ডোডোর মায়ের চরিত্রে এলেন অনুশ্রী দাস (Anusree Das)। স্টার জলসার ‘খড়কুটো’ (Khorkuto), ‘মোহর’ (Mohor) প্রভৃতি ধারাবাহিকে দেখা গিয়েছে অনুশ্রীকে। বর্তমানে ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka) ধারাবাহিকে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।