চেরা গাউন, ন্যুড লিপস্টিকে লাস্যময়ী অবতারে ধরা দিলেন অনুষ্কা, নিজের স্ত্রী’কে এমন বেশে দেখে যা করলেন বিরাট কোহলি

বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) গ্ল্যামার দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী। তার ফ্যাশন সেন্স যে কাউকে ঘায়েল করবে। বোল্ড লুকে কিংবা এথনিক পোশাকে অনুষ্কা সবসময় নজর কাড়েন। এবারও তাকে দেখা গেলো বোল্ড লুকে। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজন করা হয়েছিল ইন্ডিয়ান স্পোর্টস অনার্স ২০২৩। সেখানে উপস্থিত ছিলেন বিরুষ্কা।
রেড কার্পেটে স্বামী স্ত্রীকে একসঙ্গে দেখে আলোর ঝলকানি বাড়তে থাকে। অ্যাওয়ার্ড শো-তে তাদের সেভাবে দেখা না গেলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এদিন বিরাট ও অনুষ্কার পোশাক ছিল নজরকাড়া। বিরাটের পরনে ছিল কালো রঙের স্যুট। অপরদিকে অনুষ্কা পরেছিলেন অফ শোল্ডার বেগুনি রঙের গাউন।
এর পাশাপাশি অনুষ্কার গাউন ছিল পা চেরা। আর তারই ফাঁক থেকে উঁকি দিচ্ছিল তার পায়ের কিছু অংশ। খোলা চুলে, চোখে টানা আইলাইনার, ন্যুড লিপস্টিক, হাতে আংটি, কানে স্টেটমেন্ট রিং এবং পায়ে উজ্জ্বল নুপুর পরে হাই হিলে নিজেকে ধরা দিয়েছিলেন তিনি। তবে দু’জনে ফটোশ্যুট করতেও ভুললেন না। বিরাট ও অনুষ্কা একসঙ্গে ফটোশ্যুটও করলেন।
সেই ছবি নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন তারা। এমন সাজে দেশকে যেসমস্ত ক্রীড়াবিদেরা গর্বিত করেছেন তাদের অনুষ্ঠানে অংশ নিলেন বিরুষ্কা। সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার পোস্ট করা ছবিতে বিরাট (Virat Kohli) ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই।