‘দু-তিন পেগ পেটে না পড়লে পারে না!’ বিরাট কোহলির বড় সিক্রেট ফাঁস করলেন অনুষ্কা

Advertisement

একটি বিজ্ঞাপনের শ্যুটিং করতে গিয়ে আলাপ তাদের। বলিউডের একজন নামি অভিনেত্রীর সঙ্গে বিজ্ঞাপনের শ্যুট করতে হবে ভেবে বেশ ঘাবড়ে গিয়েছিলেন তিনি। তিনি আর কেউ নন, তিনি হলেন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় বিরাট কোহলি (Virat Kohli)। আর যে অভিনেত্রীর সঙ্গে তার বিজ্ঞাপনের শ্যুট করার কথা হয়েছিল তিনি হলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তাদের এই কাহিনি সকলের জানা। এরপর একে অপরের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হন এবং ২০১৭ সালের ডিসেম্বর মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Advertisements

দেখতে দেখতে ২০২১ সালের জানুয়ারি মাসে এক কন্যা সন্তানের জন্ম দেন অনুষ্কা। ভামিকা জন্ম হওয়ার পর বিরাট ও অনুষ্কার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। বিরাট ও অনুষ্কা স্বামী ও স্ত্রী হলেও একে অপরের সঙ্গে খুনসুটিতে মজে থাকেন। এবার কোহলিকে নিয়ে মিডিয়ার সামনে মজা করলেন অনুষ্কা। তিনি বিরাটকে এবার নাচ করতে বলায় বিরাট নিজেই বলে ওঠেন, দুই পেগ পান না করলে তিনি নাচ করতে পারবেন না।

Advertisements

অনুষ্কার সঙ্গে পরিচয় হওয়ার আগে বিরাটের জীবনযাত্রা ছিল একেবারে অন্যরকম। তিনি মাঝেমধ্যে নানান পার্টিতে উপস্থিত হতেন এবং বিভিন্ন নায়িকাকে পছন্দ হয়ে যেতো তার। সেইসময় পার্টিতে বিরাটের নাচ অনেকের চোখে পড়ত। নিজেই গোটা পার্টি মাতিয়ে রাখতে জানেন তিনি। এই বাক্য যে সত্যি তা ধরা পড়ে অনুষ্কার কথায়৷ অনুষ্কা বলেন বিরাট একাই গোটা ফ্লোর মাতিয়ে রাখেন। সম্প্রতি রেড কার্পেটে ক্যামেরাবন্দী হন বিরুষ্কা।

একে অপরের হাত ধরে পাপারাজ্জিদের সামনে নানান পোজ দিতেও ভোলেননি। এর পাশাপাশি একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন তারা। তখনই তাদের জিগ্যেস করা হয় নাচে কে পারদর্শী! অনুষ্কা এই প্রশ্নের জন্য একটুও সময় ব্যয় না করেই বিরাটের দিকে নির্দেশ করেন। এরপর বিরাট মজা করেই বলেন দুই পেগ সুরা পান করলে তিনি পাল্টে যান। তিনি দেখেন না কে আছে, কে নেই। তবে বর্তমানে বিরাট সম্পূর্ণরূপে সুরা পান ছেড়ে দিয়েছেন। এর পাশাপাশি বিরাট জানান অনুষ্কার সঙ্গে পরিচয় হওয়ার পর তার জীবনে এসেছে আমূল পরিবর্তন।

Related Articles