Anurager Chhowa: মিশকাকে ছুড়ে ফেলে কোর্টের নির্দেশে এক হল সূর্য-দীপা, মিশকার করুণ অবস্থায় ভীষণ খুশি দর্শকেরা

Anurager Chhowa: আদালতে বিচ্ছেদ চাইতে গিয়ে একসাথে থাকার নির্দেশ পেল সূর্য ও দীপা। যে বিষয়টি দেখামাত্রই হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে মিশকা! টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’। ইতিমধ্যেই সেখানে এমন সব চমক আনা হয়েছে যা বেজায় পছন্দ করছেন দর্শকেরা। আর এই চমকের কারণেই টিআরপিও বাড়ছে হু হু করে।
ইতিমধ্যে বেঙ্গল টপার হিসেবে নিজের জায়গা স্থাপন করেছে ‘অনুরাগের ছোঁয়া’। বর্তমানে সেখানে দেখানো হচ্ছে সূর্য-দীপার ডিভোর্স ট্র্যাক। নববর্ষের শুরুতে দীপাকে সারপ্রাইজ হিসেবে ডিভোর্স পেপার ধরিয়ে দেয় সূর্য। যা দেখার পর রীতিমতো ভেঙে পড়ে দীপা। এরপর আদালতের দ্বারস্থ হয় সূর্য, দীপার থেকে বিচ্ছেদ পাওয়ার জন্য। যদিও দীপা জানায় সে ডিভোর্স চায় না।
এরপর বিচারকের সাথে আলাদা করে কথা বলেন লাবণ্য। সেখানে তিনি সূর্য-দীপার সম্পর্কের জটিলতার কথা জানান। যা শোনার পর ছয় মাস একসাথে থাকার নির্দেশ দেওয়া হয় দু’জনকে। এই বিষয়টি শোনার পর রেগে যায় সূর্য এবং দিশেহারা অবস্থা হয় মিশকার। সে খুঁজে পায় না কী করবে। তাইতো সূর্যের কাছে গিয়ে তাকে আরো একবার ভুল বোঝানো শুরু করে।
এরপরে রাগের মাথায় মিশকাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সূর্য। দূর থেকে এই দৃশ্যটি দেখে দীপা মিশকার কাছে গিয়ে হাত বাড়ায় তাকে তোলার জন্য। এছাড়া তাকে বলে, ‘ভয় নেই তোমায় আমি মারবো না। কারণ, যে আগে থেকেই মরে আছে তার গায়ে আমি আর নুনের ছিটে দেবো না।’ অন্যদিকে এই দৃশ্য দেখে ভীষণ খুশি হয়েছেন দর্শকেরা। এরপর সেখানে কী হয় তা দেখার অপেক্ষায় রয়েছেন তারা।