বদলা নিতে ‘পচা আন্টি’কে রাক্ষুসী সাজালো সোনা-রুপা! নতুন ধামাকা ‘অনুরাগের ছোঁয়া’য়

আসছে ‘অনুরাগের ছোঁয়া’-র ধামাকাদার পর্ব, মিশকা আন্টিকে রাক্ষুসী বানিয়ে দিলেন সোনা-রুপা। স্টার জলসার এক পুরনো ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। যে ধারাবাহিক বেশ দীর্ঘদিন ধরে টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছিল। তবে চলতি সপ্তাহে ভাটা পড়েছে এই ধারাবাহিকের টিআরপি রেটিংয়ে। যার ফলে হাতছাড়া হয়েছে শীর্ষস্থান। তবে হারতে নারাজ ‘অনুরাগের ছোঁয়া’। ফলেই নতুন নতুন চমক আনছে এই ধারাবাহিক।
ইতিমধ্যেই ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিকের নিয়মিত দর্শকরা দেখেছেন সূর্যকে দীপাকে ডিভোর্স দেওয়ার জন্য সূর্যকে ভুল বুঝিয়েছে মিশকা। আর সেই বুঝে দীপকে ডিভোর্স দেওয়ার জন্য কোর্টে হাজির হয়েছিলেন সূর্য-দীপা (Surya-Deepa)। তবে সেখানে ডিভোর্সের আগে জাজ রায় দেয় ৬ মাস সূর্য-দীপাকে একসাথে থাকার।ফলস্বরূপ, বলা যায় মিশকা (Mishka)-র এই চালে পথ খুলে গিয়েছে সূর্য-দীপার কাছাকাছি আসার। পূর্বে সূর্য দীপার লড়াইটা হচ্ছিল দূর থেকে। এবারে তা হবে কাছাকাছি থেকে।
তবে দীপার ওপর রাগ হলেও দীপার প্রতি যে সূর্যর ভালোবাসা কমেনি তা অনেক জায়গাতে স্পষ্ট হয়েছে। অন্যদিকে দীপাও যে সূর্যকে চায় সেটাও দীপা স্পষ্ট করেছে। তবে এখন এটাই দেখার যে ছয় মাস একসাথে থেকে তারা দুজন দুজনকে এক করতে পারে কিনা।অন্যদিকে বিচারকের রায় দেওয়ার পর সূর্য একথা মানতে রাজি না হলেও পরবর্তীতে সে মেনে নেয়। ফলেই সোনা-রুপা (Sona-Rupa)-কে নিজের কাছে রাখে তাদের দিদিভাই। অন্যদিকে দীপার বাড়িতে থাকার কথা হয় সূর্য-দীপার।
তবে মা-বাবাকে ছেড়ে কখনোই আলাদা থাকেনি সোনা-রুপা। তাই কষ্ট হচ্ছে তাদের। আর এই সব কিছুরই মাঝে সোনা-রুপা সকলকে এক দুর্দান্ত উপহার দিলেন। সোনা-রুপা (Sona-Rupa)-র মন খারাপ দূর করার জন্য তাদের বাড়ির সকলে মিলে আয়োজন করলেন লালকমল-নীলকমল রূপকথার নাটক। যেখানে লালকমল সাজে দেখা গিয়েছে সোনাকে এবং নীলকমল সাজে দেখা গিয়েছে রুপাকে। তবে অন্যদিকে সোনা-রুপা তাদের মিশকা (Mishka) আন্টিকে তাদের কল্পনায় সাজিয়েছে রাক্ষুসী রানী। যা দেখে মজার মুহূর্ত সৃষ্টি হয়েছে সিরিয়াল সহ দর্শকমহলে।