Anurager Chhowa: কোর্টের শান্তি নষ্ট করায় মিশকাকে উচিত শাস্তি দিলেন জাজ! দারুণ খুশি দর্শকেরা

Advertisement

Anurager Chhowa: সূর্য-দীপার ডিভোর্সে কোর্ট থেকে বের করে দেওয়া হয় মিশকাকে, যা দেখে আনন্দিত সূদীপা ভক্তরা। বর্তমানে স্টার জলসা (Star Jalsa), জি বাংলা (Zee Bangla) ধারাবাহিকগুলির মধ্যে সিরিয়ালপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিক। যে ধারাবাহিক অন্যান্য ধারাবাহীগুলিকে টক্কর দিয়ে টিআরপি তালিকায় বেশ ভালো জায়গায় দখল করেছে। প্রতি পর্বেই চমক দিচ্ছে এই ধারাবাহিক। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের এক প্রোমো।

Advertisements

যা দেখে আনন্দে উচ্ছসিত সূর্য-দীপা ভক্তরা। প্রসঙ্গত, পূর্বের পর্বগুলিতে দেখা গিয়েছে সূর্য-দীপা (Surya-Deepa)-কে পুরোপুরিভাবে আলাদা করার জন্য নানারকম ফন্দি করছে মিশকা। এমনকি দীপাকে ভয় দেখিয়ে সূর্যকে ডিভোর্স দেওয়ার ষড়যন্ত্র করেছিল মিশকা (Miska)। কিন্তু শেষ পর্যন্ত সেই ষড়যন্ত সফল হয়নি। মিশকা পরবর্তীতে দীপা সোনাকে কেড়ে নিচ্ছে এই বুঝিয়ে দীপার প্রতি সূর্যকে আরো রাগিয়ে তোলে। যার জন্য সূর্য দীপাকে ডিভোর্স দিতে রাজি হয়। তবে সম্প্রতি একটি প্রোমো প্রকাশ্যে এসেছে যেখানে জাজ দীপাকে জিজ্ঞাসা করে সে ডিভোর্স দিতে চায় কিনা?

Advertisements

আর সেই প্রোমোই এসে গেল মূল এপিসোডে। যেখানে দেখা গিয়েছে দীপা (Deepa) এবং সূর্য (Surya) ডিভোর্সের জন্য কোর্টে হাজির হয়েছে। তবে আগে দীপা জানিয়ে দিয়েছিল যে সেই ডিভোর্স চায় না। তবে কোর্টে বিচারপতির কথাই শেষ কথা। ফলস্বরূপ, বিচারপতি দীপা (Deepa)-কে জিজ্ঞাসা করে যে, সে সূর্য (Surya)-কে ডিভোর্স দিতে চায় কিনা? তবে দীপা আগের মতো এই প্রশ্নে একই উত্তর দেয়। যে সে ডিভোর্স দিতে চায় না। কিন্তু অন্যদিকে সূর্য তৎক্ষণাৎ বলে যে, সে দীপার থেকে মুক্তি চায়।

আর সেই সময়ই সূর্যকে আবার ভুল বোঝানোর চেষ্টা করে মিশকা। তবে সেই সময় বিচারপতি মিশকা (Miska)-কে আদালত থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। তবে প্রথমে মিশকা যেতে চাইনি। পরে পুলিশকে দিয়ে মিশকাকে বার করার কথা বললে মিশকা নিজে নিজেই চলে যায়। আর এই ঘটনা দেখেই খুশি হয়েছেন সূর্য-দীপা (Surya-Deepa) ভক্তরা। তবে শেষ পর্যন্ত সূর্য-দীপার ডিভোর্স হয় কিনা সেটাই দেখার।

Related Articles