ঐন্দ্রিলাকে ছেড়ে শ্রাবন্তীকে বিয়ে করতে চান অঙ্কুশ! নিজের মুখেই স্বীকার করলেন অভিনেতা
আজ valentines day, প্রেমের সুবাস ছড়িয়ে গেছে শহরে কিন্তু তার মাঝে কি বিচ্ছেদের ইঙ্গিত! বর্তমানে যেখানে সম্পর্ক ভাঙার হাজারটা উদাহরণ সামনে উঠে আসে সেখানে ১৩ বছর ধরে একে অপরের পাশে থেকে নিজেদের ভালোবাসার প্রমাণ দিয়ে এসেছেন টলিপাড়ার মিষ্টি জুটি অঙ্কুশ ও ঐন্দ্রিলা। কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে এসে বদলে যেতে চলেছে সেই সমীকরণ! সম্প্রতি শোনা যাচ্ছে ঐন্দ্রিলাকে ভুলে শ্রাবন্তীকে নাকি মন দিয়ে বসেছেন অঙ্কুশ।
এমনকি শ্রাবন্তীকে বিয়ে করতে চেয়েছেন তিনি। টলিউডের কয়েক বছর ধরেই হট টপিক অঙ্কুশ ঐন্দ্রিলার প্রেম আর বিয়ে। দীর্ঘ বছরের প্রেম হওয়া সত্ত্বেও কেন বিয়ে করছেন না তারা এই নিয়ে প্রশ্নের শেষ নেই। তবে কেবল অনুরাগীদের মধ্যে নয় এই ব্যাপারে চিন্তিত সেলেবরাও। এইতো শনিবার নিজেদের ভালোবাসা ইজহার করে অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন তারা। অভিনেতা লেখেন ” কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানিনা কিন্তু 14th ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে।
“কিন্তু এই বিষয় ভাবাচ্ছে শ্রাবন্তীকেও। ছবির পর বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন অঙ্কুশ ঐন্দ্রিলা। যেখানে দেখা যাচ্ছে শ্রাবন্তী, অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে ফোনের ভিডিও বার্তার মাধ্যমে জিজ্ঞাসা করছে কেন এখনো বিয়ে করছেন না তারা। আর তারপরে অঙ্কুশের উত্তর “শ্রাবন্তীর আমার অবিবাহিত থাকাই এত সমস্যা হলে শ্রাবন্তী আমাকে বিয়ে করে নিক আমার কোন সমস্যা নেই।
“এই কথা বলা মাত্রই ঐন্দ্রিলার ভয়ে ঘর ছেড়ে পালায় অঙ্কুশ। তবে এই সব কিছুই প্রচারের একটা অংশ মাত্র। কিন্তু প্রচারটা কিসের সেটা কিন্তু এখনও রহস্য। এই রহস্য খোলসা হবে ১৪ই ফেব্রুয়ারি। কেবল শ্রাবন্তী নয় অনেক তারকায় এই প্রশ্ন করেছেন। তবে কি কারনে এই রকম পোস্ট, উত্তর পেতে অপেক্ষা কিছুক্ষণের।