কালীঘাটের মন্দিরে বিয়ের দিনক্ষণ পাকা করতে গেলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!

Advertisement

আর খুব বেশি দেরী নেই, শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন! সম্প্রতি কালীঘাটে পুজো দিতে পৌঁছে গিয়েছিলেন তারা। টলিউড ইন্ডাস্ট্রির এই জুটিকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। বিগত ১২ বছর ধরে সম্পর্কে আবদ্ধ রয়েছেন তারা।

Advertisements

যার ফলে বহুদিন ধরে সকলের মনে একটাই প্রশ্ন কবে গাঁটছড়া বাঁধবেন এই জুটি? এমনকি এই বিষয়ে প্রচুর পরিমাণে জলঘোলা হয়েছে। বিভিন্ন তারকাদেরও এই বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে। তবে সকলের অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই। এমনটাই আভাস মিলেছে অঙ্কুশ-ঐন্দ্রিলার তরফ থেকে।

Advertisements

অন্যদিকে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাদের পরবর্তী সিনেমার ‘লাভ ম্যারেজ’। এই সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন তারা। সম্প্রতি তারা মুম্বাইয়ে প্রচার সেরে ফিরেছেন। এরমধ্যেই আবার পৌঁছে গিয়েছেন কালীঘাট। এদিন কালীঘাটে যাওয়া থেকে শুরু করে পুজোর সামগ্রী কেনা, যাবতীয় দৃশ্য তুলে ধরেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

যা দেখার পর বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। অনেকেই সুখবরের ইঙ্গিত পেয়েছেন। প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন তারা। এমনকি আগামী জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। উল্লেখযোগ্য, ‘লাভ ম্যারেজ’ সিনেমায় অঙ্কুশের বাবার চরিত্রে অভিনয় করবেন রঞ্জিত মল্লিক এবং ঐন্দ্রিলার মায়ের চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে।

Related Articles