Ankush-Oindrila Wedding Update: অবশেষে বিয়ের তারিখ ঘোষণা করলেন অঙ্কুশ! অন্যদিকে এইসব শর্ত মানলেই রাজি ঐন্দ্রিলা

সকল অপেক্ষার অবসান, অবশেষে সুখবরটা জানিয়েই দিলেন টলিউড অভিনেতা অঙ্কুশ এবং অভিনেত্রী ঐন্দ্রিলা। দীর্ঘ ১৩ বছর প্রেমের পর অবশেষে বিয়ে করতে চলেছেন তারা। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে একটি সাক্ষাৎকারে। আসলে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছিল যে এতোদিন প্রেম করার পর কেন বিয়ে করছেন না তারা?
ইতিমধ্যেই এই বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীদের। যদিও সবসময় বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন তারা। তবে এবার আর এড়িয়ে যাননি অভিনেতা বরং জানিয়েছেন কবে তারা গাঁটছড়া বাঁধতে চলেছেন। আসলে একটি সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল কবে বিয়ে করতে চলেছেন এই জুটি?
উত্তরে অভিনেতা জানিয়েছেন চলতি বছরেই আইনি বিয়েটা সেরে ফেলার কথা ভাবছেন তারা। যদিও সামাজিক বিয়েটা কবে করবেন সেটা ঠিক করার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে। তার মতে টলিউডের সমস্ত কাছের মানুষদের উপস্থিত থাকতে হবে তাদের বিয়েতে। বিয়ে মোটামুটি হতে পারে ডিসেম্বর বা জানুয়ারী মাসে। অন্যদিকে ঐন্দ্রিলারও বেশ কিছু শর্ত রয়েছে।
তার মতে যারাই অতিথি হিসেবে আসুক না কেন সবার চোখ থাকতে হবে তার দিকেই। এর জন্য প্রস্তুতি নিতে সময় লাগবে। এছাড়া অঙ্কুশকে কঠোরভাবে তিনি নির্দেশ দিয়েছেন নায়ক-নায়িকাদের বিয়েতে নায়করা আবেগপ্রবণ হয়ে পড়ে। অঙ্কুশকেও যেন তেমনটাই হতে দেখা যায়। যা শুনে তিনি বলেন তার চোখে এমনিই জল চলে আসবে। কারণ, ঐন্দ্রিলা তখন পুরোপুরি তার ঘাড়ে চলে আসবেন।