১৩ বছরের সম্পর্ক, বিয়ে হবে কিনা ঠিক নেই! ঐন্দ্রিলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে সাফ জানালেন অঙ্কুশ
দীর্ঘ ১৩ বছরের সম্পর্কে আবদ্ধ রয়েছেন তারা। তবে এরই মাঝে শোনা গেল এক হতে পারবেন না এই জুটি। কারণ, তাদের বিয়েটা হচ্ছে না। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন কাদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আসলে তারা আর কেউ নন টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। এই দু’জনের সম্পর্ক কোনো নতুন বিষয় নয়।
এক দশকেরও বেশি সময় ধরে একসাথে রয়েছেন তারা। শোনা গিয়েছিল খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি। তবে এরই মাঝে অঙ্কুশ যে খবর সকলকে দিলেন তা শুনে হতাশ হয়ে গিয়েছেন সকলে। আমরা সকলেই জানি শুরু হয়েছে ‘ভ্যালেন্টাইন্স উইক’। সামনেই রয়েছে ‘ভ্যালেনটাইন্স ডে’। তবে এই বিষয়ে অঙ্কুশ যে পোস্ট করেছেন তা মোটেই খুশি করেনি সকলকে।
দু’জনের একটি ছবি পোস্ট করে অঙ্কুশ ঐন্দ্রিলাকে ট্যাগ করেছেন। আর তাতে ক্যাপশন দিয়েছেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা তা জানিনা। কিন্তু এই ১৪ই ফেব্রুয়ারী আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হতে চলেছে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কিই-বা হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’ এই পোস্ট দেখামাত্রই জল্পনা শুরু হয়েছে দর্শকদের মাঝে।
কেউ কেউ প্রশ্ন করেছেন তাহলে কি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন এই জুটি? নাকি শুধুমাত্র বিয়ের প্রসঙ্গেই এই কথা বলা হয়েছে। এক কথায় বলতে গেলে অভিনেতার এহেন পোস্টের পেছনে কী কারণ রয়েছে তা জানতে আগ্রহী হয়ে পড়েছেন সকলে। উল্লেখযোগ্য, মাঝেমধ্যেই নানান ছবিতে দেখা যায় এই দুই তারকাকে। তাদের খুনসুটি দেখতে ভীষণই পছন্দ করেন সকলে।