বিনোদনভাইরাল ভিডিও

ঐন্দ্রিলা অতীত! গলায় মালা ও সিঁথিতে সিঁদুর দিয়ে ‘হটবম্ব’ মৌনীকে বিয়ে করলেন অঙ্কুশ! (VIDEO)

এবার ‘ড্যান্স বাংলা ড্যান্স’এর মঞ্চে অভিনেত্রী মৌনি রায়কে বিয়ে করলেন সঞ্চালক তথা অভিনেতা অঙ্কুশ হাজরা! কি অবাক হচ্ছেন তো? ভাবছেন এই অভিনেতার তো ঐন্দ্রিলা সেনের সাথে বিয়ে হওয়ার কথা। তাহলে মৌনি রায়কে কীভাবে বিয়ে করলেন তিনি? আসুন তাহলে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই জানা যাক। জি বাংলার জনপ্রিয় একটি রিয়্যালিটি শো হলো ‘ড্যান্স বাংলা ড্যান্স।’

বিগত বহু বছর ধরে এই শো’টি তার জনপ্রিয়তা বজায় রেখেছে। এবারের সিজনের মাধ্যমে বহু বছর পর ছোটপর্দায় ফিরলেন মহাগুরু অর্থাৎ মিঠুন চক্রবর্তী। অন্যদিকে বিচারকের আসনে রয়েছেন তিন সুন্দরী মৌনি রায়, শ্রাবন্তী চ্যাটার্জি এবং শুভশ্রী গাঙ্গুলী। আর সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন অঙ্কুশ হাজরা। এই অভিনেতা মানেই সেখানে হাসিঠাট্টা থাকবেই।

সেরকমই একটি ভিডিও সম্প্রতি পোস্ট করা হয়েছে জি বাংলার অফিসিয়াল পেজ থেকে। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে মৌনির ম্যানিকুইন নিয়ে রঙ খেলায় মেতে উঠেছেন অঙ্কুশ। তাকে রং মাখিয়ে দেওয়ার পাশাপাশি সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছেন তিনি। এমনকি মালাবদল সেরে ফেলেছেন। এরপর ওই ম্যানিকুইন নিয়ে নাচতে দেখা যায় অঙ্কুশকে।

এখানেই শেষ নয় হুড়োহুড়ি করতে গিয়ে ম্যানিকুইনের একটি হাত ভেঙে যায়। যা দেখার পর হাসির ফোয়ারা ওঠে। মঞ্চে উপস্থিত বিচারকেরা তাদের জায়গায় স্থির থাকতে পারেননি এই কাণ্ড দেখে। আসল মৌনির সামনেই এই কাণ্ড করেন অঙ্কুশ। যদিও এই ভিডিও দেখার পর কটাক্ষ করেছেন অনেকে। কেউ কেউ লিখেছেন, ‘নির্লজ্জ জোকার।’ আবার কেউ বলেছেন, ‘যত্তসব ছ্যাবলামি।’