বিনোদনভাইরাল ভিডিও

প্রেমিকা ঐন্দ্রিলা নয়, অভিনেত্রী পূজার মন পেতে এমন কাজ করলেন অঙ্কুশ, হাঁ সকলে

টলি পাড়ার জনপ্রিয় জুটি হলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। গত ১৩ বছর ধরে একসঙ্গে রয়েছেন তারা। তাদের প্রেম লুকোনো নয়, সবটাই সকলের সামনে। সকলের সামনে নিজেদের ভালোবাসার মানুষকে স্বীকৃতি দিয়েছেন তারা দু’জন। এবছর ভালোবাসার দিনে ১৩ বছর পূরণ করেছেন এই জুটি। এতদিন ধরে একসঙ্গে থাকতে থাকতে তাদের সম্পর্ক এখন হয়ে গিয়েছে বন্ধুর মতন। তারা প্রেম কম, খুনসুটি করেন বেশি।

কিন্তু এতবছর ঐন্দ্রিলার সঙ্গে থাকলেও তার জন্য একটি জিনিস করেননি অঙ্কুশ। যা অন্য একটি অভিনেত্রীর জন্য করলবাড়িতে ন অঙ্কুশ। সোশ্যাল মিডিয়ায় তাদের নানান ভিডিও দেখা যায় যেখানে তারা মাখোমাখো প্রেম কম চুলোচুলি করেন বেশি। বন্ধুর মতন হয়ে গিয়েছেন দু’জনে। এভাবেই কেটে যাচ্ছে দিনের পর দিন। তবে সম্প্রতি ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এ অন্য রূপ অঙ্কুশের।

বিচারকদের সঙ্গে খুনসুটিতে মজে থাকেন অঙ্কুশ। কখনও মৌনি রায় (Mouni Roy) আবার কখনও অন্য অতিথি বিচারকের সঙ্গে ফ্লার্ট করেন অঙকুশ। শনিবারের এপিসোডে অতিথি হিসেবে বিচারকের জায়গায় এসেছিলেন পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। তার সঙ্গে মজার ছলে নানান খুনসুটি করতে দেখা যায় অঙ্কুশকে। এক খুদে প্রতিযোগী জানায়, তার মা তাকে প্রতিদিন সকালে করোলার জুস খাওয়ান।

এরপরই পূজা জানান, তাকে ইমপ্রেস করতে হলে অঙ্কুশকে করোলার জুস খেতে হবে। এদিকে করোলার জুস খেতে গিয়ে মুখ কুঁচকে একাকার অবস্থা অঙ্কুশের। তেতোর জন্য বেহাল অবস্থা তার। এরপরই বিচারক আসন থেকে শুভশ্রী (Subhashree Ganguly) বলেন, ১৩ বছরে ঐন্দ্রিলার জন্য এটা করেনি অঙ্কুশ যা পূজার জন্য করল। এর জন্য তার একটি হাগ প্রাপ্য। এরপরই পূজাকে জড়িয়ে ধরেন অঙ্কুশ তবে সবই ঘটে মজার ছলে।