গরিবের শাহরুখ খান! ‘বাদশা’র নকল করতে গিয়ে হাঁটু কেঁপে গেল অঙ্কুশের (ভিডিও)

এবার ‘শাহরুখ’ সাজতে গিয়ে নাজেহাল অবস্থা হলো টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি নিজেই। টলিউড ইন্ডাস্ট্রিতে এই অভিনেতার নাম কমবেশি সকলেই চেনেন। দীর্ঘদিন অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা। এছাড়া ‘ডান্স বাংলা ডান্স’ সঞ্চালনার দায়িত্বেও রয়েছেন তিনি।
অন্যদিকে ব্যক্তিগত জীবনেও সফল অঙ্কুশ। দীর্ঘ ১৩ বছর ধরে তিনি সম্পর্কে রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সাথে। সম্পর্কের বিষয়ে কখনোই রাখঢাক করেননি এই দু’জন বরং প্রথমথেকেই প্রকাশ্যে এনেছিলেন নিজেদের প্রেমের সম্পর্কের কথা। সুযোগ পেলে এদিক-ওদিক ঘুরতে চলে যান দু’জনে। সম্প্রতি সেরকমই তারা পৌঁছে গিয়েছিলেন আইসল্যান্ড।
সেখানে শাহরুখের সিনেমার ‘গেরুয়া’ গানের শ্যুটিং হয়েছিল। যেখানে পৌঁছে সেই ভাঙা বিমানের উপর উঠে শাহরুখের মতোন পোজ দিতে দেখা যায় অভিনেতাকে। তবে এরপরেই ঘটে বিপত্তি। কারণ, সেখানে এতোটাই ঠান্ডা যে দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যায় অঙ্কুশের জন্য। তাই তিনি ভিডিও করা বন্ধ করতে বলেন ঐন্দ্রিলাকে। এরপর ক্যামেরা ঘুরিয়ে ঐন্দ্রিলা বলেন ‘এটাই হলো বাস্তব।’
যার অর্থ আমরা পর্দায় যেসব নিখুঁত দৃশ্যগুলো দেখি সেগুলোর পেছনে কতটা কষ্ট রয়েছে তা আমাদের চোখে পড়ে না। মূলত এই বিষয়টিকেই তুলে ধরতে চেয়েছিলেন অঙ্কুশ। উল্লেখযোগ্য, কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই দু’জনের অভিনীত সিনেমা ‘লাভ ম্যারেজ’। আর বাস্তব জীবনেও নাকি খুব শীঘ্রই তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।