ঐন্দ্রিলার জন্মদিন সেলিব্রেট, ক্যামেরার সামনেই ভরপুর রোমান্সে মত্ত অঙ্কুশ হাজরা, ভাইরাল ছবি

টলিউডের অন্যতম রোমান্টিক জুটি অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। সম্পর্কের কেটে গিয়েছে ১০ বছর, তবে এখনো পর্যন্ত দুজনেই একে অপরের প্রেমে মশগুল। দেখে কে বুঝবে তাদের যে এতদিন ধরে ডেট করছে একে অপরকে, প্রেম যেন একেবারেই ব্র্যান্ড নিউ, কিছুদিন আগেই জানা গিয়েছে সামনের ডিসেম্বরেই বিয়ে করতে চলেছেন এই জুটি। আর এবার অঙ্কুশ হবু স্ত্রী ঐন্দ্রিলার জন্মদিন সেলিব্রেট করতে উড়ে গেলেন মালদ্বীপে।
ঘুরে বেড়াতে বেশ ভালবাসে, আর তাই অঙ্কুশ এবং ঐন্দ্রিলা, সুযোগ পেলেই দুজনে একসাথে সময় কাটাতে বেরিয়ে পড়েন দূর-দূরান্তে। মালদ্বীপে আপাতত একে অপরের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন টলি পাড়ার এই লাভ বার্ড।
মালদ্বীপে পৌঁছে ইতিমধ্যে বেশ কিছু ছবি পোস্ট করেছে অঙ্কুশ ঐন্দ্রিলা। মালদ্বীপের সমুদ্রসৈকতে বিকিনি ফটোশুটে নতুন অবতারে ধরা দিয়েছেন ঐন্দ্রিলা। যেই ফটো গুলি নেট দুনিয়ায় রীতিমতো হয়েছে ভাইরাল। মালদ্বীপে রোমান্টিক ওয়েদারে দারুণ হলিডে কাটাচ্ছেন টলিউডের রোমান্টিক জুটি অঙ্কুশ ঐন্দ্রিলা।
এবার ঐন্দ্রিলার জন্মদিনের সেলিব্রেশনে মাতলেন তারা। অঙ্কুশ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সমুদ্রসৈকতে প্রেমিকাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে থাকা অবস্থায় একটি ছবি পোস্ট করে আদর মাখা বার্থডে উইশ করলেন ঐন্দ্রিলা কে। যেই পোস্টটি এখন নেট দুনিয়ায় ভাইরাল।