শুভশ্রী থেকে শ্রাবন্তী, সকলের সঙ্গে প্রেম পিরিতি! অবশেষে ঐন্দ্রিলার কাছে ক্ষমা চাইলেন অঙ্কুশ

Advertisement

গত ১৩ বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oidrila Sen)। ঐন্দ্রিলা ধারাবাহিক থেকে বড় পর্দায় উঠে এলেও অঙ্কুশ বড় পর্দার মধ্যে দিয়েই বাজিমাত করেছেন। একের পর এক ছবিতে অভিনয় করে আজ তিনি সকলের কাছে প্রিয় হয়ে উঠেছেন। অপরদিকে ঐন্দ্রিলা ধীরে ধীরে নিজের পরিচিতি বাড়িয়েছেন। এরইমধ্যে প্রেমিক অঙ্কুশের সঙ্গে বড় পর্দায় জুটি বেঁধে ফেলেছেন।

Advertisements

Advertisements

তবে এরই মধ্যে জানা যায় তাদের এতদিনের সম্পর্কে নাকি এবার বিয়েটাই অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। সেটি শুনে অনুরাগীরা চিন্তিত হলেও তার রেষ বেশিদিন রাখতে দেননি অঙ্কুশ ও ঐন্দ্রিলা। কারণ তারা জানান এপ্রিলে আসতে চলেছে তাদের অভিনীত একটি ছবি ‘লাভ ম্যারেজ’। আর সেই ছবিরই প্রমোশন ছিল সেটি। আর এরপরই স্বস্তির নিশ্বাস ফেলেন সকলে। এদিকে অঙ্কুশ রিয়েলিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর সঞ্চালক।

সেখানে হাসি মজার পাশাপাশি তিনি সকলের সঙ্গে খোশমেজাজে থাকেন। বিচারকের আসনে থাকা শুভশ্রী, পূজা, শ্রাবন্তীর সঙ্গে সবসময় মজার মুডে থাকেন অঙ্কুশ। এর পাশাপাশি মিঠুন চক্রবর্তীর সঙ্গেও খোশমেজাজে দেখা যায় তাকে। এরইমধ্যে ‘ড্যান্স বাংলা ড্যান্স’ রিয়েলিটি শো-এর টিআরপি ধাক্কা খেয়েছে। আর সেই সুযোগেও তিনি ‘জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডস’-এর মঞ্চকে কাজে লাগালেন।

এর জন্য প্রেমিকা ঐন্দ্রিলাকে তিনি বললেন মাঝেমধ্যে পা হড়কে যায় তার। ঐন্দ্রিলা যেনো তাকে ক্ষমা করে দেন। এরপর অঙ্কুশ বলেন, ঐন্দ্রিলা তার ফোন চেক করে ঠিক করেননি। তার মন অনেক বড়। তবে এটি ‘ড্যান্স বাংলা ড্যান্স’ প্রচার করার একটি সুযোগ। সেই সুযোগ হাতছাড়া করেননি অভিনেতা। তবে বিয়েটা তাদের হবে তো?

Related Articles