Ankush Hazra: ঐন্দ্রিলা আউট, পূজা ইন! ‘লাভ ম্যারেজে’র কথার মাঝেই ফাঁস হল অঙ্কুশের গোপন পরকীয়া

Ankush Hazra: প্রেমিকাকে রেখে অন্য নায়িকার প্রেমে পড়লেন অঙ্কুশ, ধরা পড়লেন ঐন্দ্রিলার হাতে। টলিপাড়ার অন্যতম চর্চিত দুটি হলো অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush-Oindrila)। যাঁদের বাস্তব সম্পর্ক পুরোটাই খুললাম খুল্লা। মাঝেমধ্যেই খুনসুটি ভালবাসার মুহূর্ত নিয়ে সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে আসেন এই জুটি। তবে সম্প্রতি এক অন্য কারণে সোশ্যাল মিডিয়ার (Social Media) পাতায় উঠে এলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে প্রেমিকা থাকা সত্ত্বেও অন্য নায়িকার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে অঙ্কুশ।
তবে সেই দৃশ্য দেখে ফেলে অঙ্কুশ প্রেমিকা ঐন্দ্রিলা। ঘটনাটা ঠিক কি? চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।সাম্প্রতিক instagram-এ ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় জি বাংলায় (Zee Bangla) শুরু হওয়া ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)-এর সেটে বিচারক আসনে থাকা অভিনেত্রী পূজা ব্যানার্জির (Puja Banerjee) সাথে মাখো মাখো হওয়ার চেষ্টা করছেন অঙ্কুশ (Ankush)। আর সেই সময়ই হঠাৎ করে সেখানে চলে আসেন ঐন্দ্রিলা (Oindrila)। চোখের সামনে প্রকাশ্যে আসে অঙ্কুশের কাণ্ডকারখানা।
ব্যাস তারপরই যা ঘটল। তবে জি বাংলার ডান্স বাংলা ডান্সের সেটে যে কাণ্ডকারখানা ঘটেছে সবটাই মজার ছলে। প্রসঙ্গত, আসন্ন ‘লাভ ম্যারেজ’ (Love Marriage) ছবির প্রমোশনের জন্যই DBD সেটে হাজির হয়েছিলেন ঐন্দ্রিলা (Oindrila)। আর সেখানে ছবির নায়ক অঙ্কুশ তো আগে থেকেই উপস্থিত ছিলেন। এই ছবিতে শুধু নায়ক-নায়িকার প্রেম নয়, প্রেম হবে নায়কের বাবা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)-এর সাথে নায়িকার মা অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)-এর।
View this post on Instagram
তবে আকর্ষণীয় বিষয় হলো এই ছবিতে রিয়েল লাইফের জুটির প্রেমকে দেখানো হবে রিল লাইফে। তবে এই ছবি দর্শকদের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার।অন্যদিকে, অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja Banerjee) এবং তাঁর স্বামী কুণাল (Kunal)-এর সাথে ভালো সম্পর্ক অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush-Oindrila)-র। এমনকি তাঁদের বিবাহে গোয়ায় হাজির হয়েছিলেন এই জুটি। এছাড়াও জানা গিয়েছে, পূজার ছেলে কৃশিব (Krishiv)ঐন্দ্রিলাকে খুবই ভালোবাসে।