Anjali Arora: গোপন MMS বিতর্ক অতীত, শশা দিয়ে এমন খেল দেখালেন অঞ্জলি অ্যারোরা | Viral Video

বর্তমান কালে সোশ্যাল মিডিয়ায় পরিচিত অঞ্জলি আরোরা (Anjali Arora)-কে সকলেরই চেনা। যিনি প্রথম ‘কাঁচা বাদাম’ গানে নাচ করে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন। তবে বর্তমানে তাঁকে নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। তবে সেই জনপ্রিয়তা ধরে রাখতে গেলে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান চমক নিয়ে আসতে হবে। সাম্প্রতিক সেরকমই করলেন অভিনেত্রী অঞ্জলি আরোরা।
সাম্প্রতিক নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে অঞ্জলি (Anjali)-র এমএমএস ভিডিও। যেখানে নগ্ন অবস্থায় শুধু মুখ দেখা গিয়েছিল। এছাড়াও বর্তমানে ইন্সটাতে প্রেমিকের সাথে দেখা মিলছে অঞ্জলির। তবে সরাসরি না বললেও তিনি প্রেমিক আকাশ সম্পর্কে বলেছেন, আকাশ খুব বুঝদার, তিনি আকাশকে ভালোবাসেন এবং শ্রদ্ধাও করেন। অঞ্জলির এই রাজকুমার হলেন পেশায় একজন রাজনীতিবিদ।
তবে বর্তমানে নেটদুনিয়ায় অঞ্জলির একটি ভিডিও বেশ ঘোরাঘুরি করছে। যে ভিডিওটিতে শশা নিয়ে চমক দেখিয়েছেন অঞ্জলি। দেখা যায় মুখের সামনে শশা নিয়েছেন অঞ্জলি (Anjali)। যা দেখে বাকিটা বুঝতে সময় লাগেনি নেটজনতার।
তবে পরে ভিডিওটিতে দেখা যায় শশাটিকে তিনি কাঁটা চামচ দিয়ে ধরে রেখেছেন। তবে এই ভিডিওর মাধ্যমে বোঝা যায় তিনি কতটা মজার মানুষ। তিনি মানুষকে কীভাবে মজা দিতে পারেন। বর্তমানে সেই এমএমএস বিতর্ক উড়িয়ে এই ভিডিওর সূত্র ধরেই নেটজনতার চর্চায় অঞ্জলি।
প্রসঙ্গত, সাম্প্রতিক কালে ভাইরাল (Viral) হওয়ার অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়া। যে মাধ্যমকে ব্যবহার করেই রাতারাতি ভাইরাল হয়েছিলেন রানু মন্ডল (Ranu Mondal) থেকে শুরু করে ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। নাচ, গান প্রভৃতি প্রতিভা বিনা খরচেই প্রকাশ করা যায় এই মাধ্যমে। সেই সূত্রেই ইতিমধ্যে নেটদুনিয়ার চর্চায় অঞ্জলি। দেখুন তার সেই মজার ভিডিও।