দুধসাদা পোশাকে ফুটন্ত যৌবন, লাস্যময়ী লুকে পুরুষদের ঘাম ঝরালেন অঞ্জলি আরোরা

Advertisement

অঞ্জলি অরোরাকে (Anjali Arora) চেনে না এমন কেউ নেই। যারা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত যাতায়াত করেন তাদের অনেকেই অঞ্জলিকে চেনেন। ‘কাঁচা বাদাম’ গানে নাচ করে জনপ্রিয় হয়ে গিয়েছিলেন অঞ্জলি। এরপর আর থেমে থাকেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন অঞ্জলি। মাঝেমধ্যে নানান ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন।

Advertisements

এছাড়া নানান ভিডিও পোস্ট করতে দেখা যায়। সেগুলি ভাইরাল হতে সময় লাগে না। আর এভাবেই সোশ্যাল মিডিয়ায় একটি জনপ্রিয় নাম হয়ে উঠেছেন অঞ্জলি অরোরা। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে তাকে দেখা গিয়েছে একটি সাদা রং-এর পোশাকে।

Advertisements

সঙ্গে মানানসই মেকাপে আকর্ষণীয় হয়ে উঠেছেন তিনি। লাস্যময়ী চেহারায় সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অঞ্জলি। ভিডিওটির সঙ্গে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে ‘isq me sabe dibane ne hay’। এই গানটি ‘Main hoon na’ থেকে নেওয়া হয়েছে। অঞ্জলিকে ভিডিওতে পরীর মতন লাগছে।

সঙ্গে তার ভিডিওটির কমেন্ট বক্সে অনেকেই নানান মন্তব্য করেছেন। ভাইরাল হয়ে গিয়েছে অঞ্জলির এই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় অনেকদিন থেকেই বেশ পরিচিত নাম তিনি। বর্তমানে সকলের মনে জায়গা করে নিয়েছেন অঞ্জলি। তাই তার পোস্ট করা কোনো ছবি বা ভিডিও ভাইরাল হতে সময় নেয় না।

Related Articles