পোশাক ছাড়াই ক্যামেরার সামনে এমন পোজ দিলেন অঞ্জলি আরোরা! দেখে হাঁ সকলে

এমএমএস বিতর্ক ভুলে গিয়ে অঞ্জলী অরোরা এখন পোশাক ছাড়াই ক্যামেরার সামনে। এই ইন্টারনেটের যুগে অনেক ঘটনার সাক্ষী হয়ে থাকতে হয়। যেমন কিছুদিন আগেই বাদাম বাদাম গান গেয়ে বাদাম কাকু ভাইরাল হয়েছিল গোটা নেট দুনিয়াতে। তেমনি সেই গানের সঙ্গে নেচে প্রথম সোশ্যাল মিডিয়ার সামনে আসেন অঞ্জলি আরোরা। এভাবেই সোশ্যাল মিডিয়া জুড়ে উঠতে দেখা যায় বহু নতুন নায়ক নায়িকাকে। তবে তাদের স্থায়ীত্ব নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে।
কিন্তু যদি হঠাৎ বিখ্যাত হতে চান তাহলে সোশ্যাল মিডিয়া ছাড়া উপায় নেই। বর্তমানে অঞ্জলি অরোরার অনেকগুলো ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার জন্য তিনি বহু সাহসী কাজ করেছেন। ভিডিওতে তার শরীরের উপরের অংশে কিছুই নেই অর্থাৎ তিনি ওপরের অংশতে কিছুই পরেননি। এভাবেই ক্যামেরার সমানে এসেছেন তিনি।
তার গলায় ছিল শুধু একটি চেইন এবং সুন্দর করে চুল বাঁধা আর ঠোঁটে ছিল গ্লসি লিপস্টিক যা আবহাওয়াটাকে বেশ গরম করে তুলেছে। তার অনুরাগীরা ছবিটি দেওয়ার পরে একেবারে ঝাঁপিয়ে পড়ে ছবিটির ওপরে। এমন আকর্ষণীয় ও সুন্দর ছবি দেখে কার না মন বিচলিত হয়। পুরুষরা তো ছবিটি দেখেই পুরো ঘায়েল হয়ে যাবে। এমন ছবিই স্বাভাবিকভাবেই আকর্ষণ করবে পুরুষদের। কিন্তু শেষ ছবিতে বোঝা গিয়েছে যে, তার পরনে পোশাক ছিল, কিন্তু তিনি এমন ভাবেই ছবি তুলেছেন যে সেটা ধরা পড়েনি ক্যামেরায়।
হিট বিশ্ব যখন মহামারীর কবলে ছিল ঠিক তখনি ঘরে বসেই এসব নাচ, গান করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার বিষয়টি শুরু হয়েছিল। আসলে সেইসময় মানুষের করার আর কিছুই ছিল না, তাই খালি সময়ে নিজের প্রতিভাকে খানিকটা ঝালিয়ে নিতেই সোশ্যাল মিডিয়ায় এসব করেছিল। আর সেই থেকেই অনেকেই ভাইরাল হয়ে গেছেন গোটা নেট দুনিয়া জুড়ে। রানু মন্ডল থেকে শুরু করে বাদাম কাকু কেউ বাদ নেই। সবাই জানে বাদাম কাকুর ‘বাদাম বাদাম’ গানের সঙ্গে কোমর দুলিয়ে অঞ্জলি ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়াতে।