ফের ভাইরাল অঞ্জলি আরোরার ভিডিও, উত্তেজিত যুবক ভক্তরা

সম্প্রতি এবার হোলি উপলক্ষ্যে দুর্দান্ত স্টেজ পারফরম্যান্স করে মাতিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া খ্যাত অঞ্জলি অরোরা! যারা সাধারণত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা এই নামটির সাথে প্রত্যেকেই পরিচিত হয়ে থাকবেন। কারণ, যতটা না বেশি তিনি নিজের ফ্যাশন সেন্স এবং নাচের জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন তার থেকে বেশি পরিচিতি পেয়েছিলেন এমএমএস কান্ডের জন্য।
তবে সেসব ভুলে এবার হোলির পার্টিতে মেতে উঠলেন তিনি। মুম্বাইয়ের বুকে একটি হোলি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন অঞ্জলি এবং আলী মার্চেন্ট। সেই পার্টির বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার একটায় দেখা যাচ্ছে কখনো পার্টিতে প্রবেশের মুখে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হয়েছেন তিনি।
আবার কখনো দেখা যাচ্ছে পার্টিতে গিয়ে ছোটদের সাথে সময় কাটিয়েছেন তিনি। তবে সবথেকে বেশি নজর কেড়েছে তার স্টেজ পারফরম্যান্স। এই দিন তাকে দেখা যায় সাদা চিকনকারি কুর্তি পরিহিত অবস্থায়। এছাড়া মানানসই গয়না ও মেকআপে তাকে ভীষণই সুন্দর লাগছিল। নেচে-গেয়ে মঞ্চ কাঁপিয়ে দিয়েছিলেন তিনি।
উল্লেখযোগ্য, ‘কাঁচাবাদাম’ মিউজিক ভিডিওর মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন অঞ্জলি। এছাড়া তাকে ‘লকআপ’ নামক একটি রিয়্যালিটি শো’তেও দেখা গিয়েছিল। তবে সেই সময় একটি এমএমএস ভাইরাল হয়। দাবী করা হয় সেটি অঞ্জলির। যদিও এই বিষয়ে তারা আইনের দ্বারস্থ হয়েছিলেন। তবে ‘লকআপ’ থেকে বেরোনোর পর আরো একবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ফলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।